বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্ষমা চাইলেন ভাবনার ফেসবুকে বাজে মন্তব্যকারী

  •    
  • ৩১ মে, ২০২১ ১৪:৩৩

ভাবনার কথা রেখেছে সাইবার ক্রাইম ইউনিট। সংস্থাটির উদ্যোগে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন ভাবনার ফেসবুকে বাজে মন্তব্য করা সেই নাসিব রাহাত।

মা দিবসে মা এবং ছোট বোনের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুকে বাজে মন্তব্যের শিকার হয়েছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা। বিষয়টি নিয়ে তখনই নানা প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

সে সময় তিনি নিউজবাংলাকে বলেছিলেন, ‘ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে। আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম কেন দুই একটাকে শাস্তি দেয় না, আমি বুঝি না।’

তার কথা রেখেছে সাইবার ক্রাইম ইউনিট। সংস্থাটির উদ্যোগে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন ভাবনার ফেসবুকে বাজে মন্তব্য করা সেই নাসিব রাহাত।

ভিডিও বার্তায় নাসিব রাহাত বলেন, ‘আমি নাসিব রাহাত, পেশায় ছাত্র। মা দিবসে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তার মা-বোনকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে। সেখানে আমি আশনা হাবিব ভাবনার পরিহিত ড্রেস নিয়ে অশালীন মন্তব্য করি। যা করা আমার মোটেও উচিত হয়নি। এটি একটি সাইবার ক্রাইম অপরাধ। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনারা সামজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং থেকে বিরত থাকবেন।’

সাইবার ক্রাইম ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন ভাবনা। এ বিষয়ে তিনি নিউজবাংলাকে বলেন, ‘কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এমন উদাহরণ তৈরি হলে নিশ্চয়ই এই অপরাধ কমবে এবং সচেতনতা তৈরি হবে। শহীদুজ্জামন সেলিম ভাইকে অনেক ধন্যবাদ। এই অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

শেষে তিনিও সবাইকে সাইবার বুলিং থেকে বিরত থাকার অনুরোধ জানান।

এ বিভাগের আরো খবর