বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমান বিধ্বস্তে নিহত টারজান অভিনেতা

  •    
  • ৩১ মে, ২০২১ ১৩:৪২

স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান’-এর শীর্ষ অভিনেতা জো লারা ও তার স্ত্রী গোয়েন লারা।

যুক্তরাষ্ট্রের টেনেসি লেকের কাছে স্থানীয় সময় শনিবার তাদের বহনকারী সেসনা বিমানটি বিধ্বস্ত হলে লারাসহ সাত আরোহীর মৃত্যু হয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

জো ও গোয়েনের বিয়ে হয় ২০১৮ সালে। টেনেসি অঙ্গরাজ্যের ব্রেন্টউডে থাকতেন তারা। তাদের মেয়ে লিয়ানা।

জোর প্রথম স্ত্রীর ঘরে নাতাশা পাভলোভিচ নামের আরেক মেয়ে সন্তান রয়েছে।

৫৮ বছর বয়সী জো লারা ১৯৬২ সালে ২ অক্টোবর ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে জন্মগ্রহণ করেন। মার্শাল আর্ট বিশেষজ্ঞ লারা আশির দশকে বিনোদন জগতে নিয়মিত হন।

১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা নাইট ওয়ার্স । পরের বছর টিভির জন্য নির্মিত সিনেমা টারজান ইন ম্যানহ্যাটন দিয়ে পরিচিত হন তিনি।

ওই সিনেমার জনপ্রিয়তা দেখে প্রযোজক সংস্থা টিভি সিরিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়।

১৯৯৬ সালের টিভি সিরিজ টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চারস দিয়ে জনপ্রিয়তা পান লারা। একই সময়ে বাংলাদেশি দর্শকদের জন্য টিভি সিরিজটি প্রচার করে বিটিভি।

এ বিভাগের আরো খবর