করোনায় মারা গেলেন বলিউড পরিবারের আরও এক সদস্য প্রযোজক রায়ান স্টিফেন।
বলিউডের দীর্ঘ দিনের পরিচিত মুখ তরুণ এই প্রযোজক শনিবার সকালে গোয়ায় মারা যান। পরিচালক আবির সেনগুপ্ত তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
কদিন আগে করোনা আক্রান্ত হন। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
সিনেমা ইন্দু কি জাওয়ানি ও জনপ্রিয় শর্ট ফিল্ম দেবীর প্রযোজক তিনি। ইন্দু কি জাওয়ানি-তে প্রাধান চরিত্রে অভিনয় করেছিলেন কিয়ারা আদভানি। দেবীতে অভিনয় করেছিলেন কাজল, শ্রুতি হাসান, নেহা ধুপিয়া, নীনা কুলকার্নিসহ অনেকেই।
জনপ্রিয় এই মানুষটিকে হারিয়ে মন খারাপ বলিউডবাসীদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়ানকে স্মরণ করে শোক জানিয়েছেন কিয়ারা আদভানি, আলিয়া ভাট, বরুণ ধাওয়ানসহ অনেকেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে রায়ানের ছবি পোস্ট করে কিয়ারা লেখেন, ‘আমাদের প্রিয় রায়ান, খুব তাড়াতাড়ি চলে গেল।’ সঙ্গে ভাঙা হৃদয়ের একটি ইমো জুড়ে দিয়েছেন তিনি।
রায়ানের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে বরুণ ধাওয়ান লেখেন- ‘শান্তিতে বিশ্রাম নাও রায়ান।’
তরুণ প্রযোজক রায়ান স্টিফেনের মৃত্যুতে কিয়ারা, আলিয়া ও বরুণের শোক। ছবি: নিউজবাংলা কোলাজ
বরুণের মত একইভাবে শোক জানিয়েছেন আলিয়া ভাটও।
অভিনেতা মনোজ বাজপেয়ী নির্মাতা সুপ্রাণ বর্মার টুইটটি রিটুইট করে লেখেন, ‘এটা আমাদের সবার জন্যই খুবই বেদনাদায়ক, যারা এই বড় মনের মানুষটাকে চেনে! এটা সত্যি হতে পারে না! আমার বন্ধু রায়ান, তোমাকে খুব মিস করব।’