বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিচালকের ব্যাখ্যায় ‘কসাই’ সেরা হওয়ার কারণ

  •    
  • ২৯ মে, ২০২১ ১৫:৪৯

মামুন বলেন, ‘শাকিব খানের মতো সুপারস্টারকে নিয়ে, এতো বাজেটের সিনেমা যে পরিমাণ দর্শক দেখেছে, তার চেয়ে কম টাকায় বানানো, ছোট পরিসরে নির্মিত সিনেমার দর্শক যদি আগের ছবির কাছাকাছি হয়ে যায়, তাহলে তো আমি কসাইকেই এগিয়ে রাখব।’

চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন দাবি করেছেন তার পরিচালিত ওয়েব ফিল্ম কসাই ঈদুল ফিতরের সেরা ওয়েব কনটেন্ট। কীভাবে তিনি এই দাবি করছেন, তা জানতে চাওয়া হয়েছিল পরিচালকের কাছে।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমি যে কারণে কসাই সিনেমাকে সেরা বলছি তার একটা সাধারণ উদাহরণ দেই।

‘আমি যখন শাকিব খানকে নিয়ে নবাব এলএলবি নির্মাণ করে ওয়েব প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দিলাম, তখন কিন্তু ব্যাপক সাড়া পেয়েছি। দেশ ও দেশের বাইরে থেকে লাখ লাখ মানুষ সেই সিনেমাটি দেখেছে।

‘প্রথম দিকে কী হয়েছিল তা তো সবারই জানা। দর্শকের চাপে অ্যাপ ডাউন হয়ে গিয়েছিল। পরে সেগুলো আমরা ঠিক করেছি।

‘নবাব এলএলবি সিনেমার চেয়ে ১৫ থেকে ২০ শতাংশ কম দর্শক কসাইতে। তারপরও সেই সংখ্যাটি অনেক।

‘শাকিব খানের মতো সুপারস্টারকে নিয়ে, এতো বাজেটের সিনেমা যে পরিমাণ দর্শক দেখেছে, তার চেয়ে কম টাকায় বানানো, ছোট পরিসরে নির্মিত সিনেমার দর্শক যদি আগের ছবির কাছাকাছি হয়, তাহলে তো আমি কসাইকেই এগিয়ে রাখব।

‘তাই আমার মনে হয়, দর্শক সংখ্যার বিচারে কসাই ঈদের সেরা কনটেন্ট।’

চার অভিনয়শিল্পীকে নিয়ে কসাই সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সিনেমাটির অভিনেতা নিরব জানান, ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে কসাই সিনেমাটির ভালো রিভিউ পাচ্ছেন তিনি।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘সিনেমার বিষয়টি নিয়ে সবার মুগ্ধতা বেশি। আমার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে। অনেকে বলেছেন, হিরোর চেয়ে নিরবকে একজন অভিনেতার মতো মনে হয়েছে।’

সিনেমার আরেক অভিনেতা রাশেদ মামুন অপুর কথা বিশেষভাবে উল্লেখ করে নিরব বলেন, ‘দর্শকরা অপু ভাইয়ের কথা বিশেষভাবে বলছে। তার অভিনয়, সংলাপ ছিল অদ্ভুত।’

এ বিভাগের আরো খবর