‘আমাকে আনন্দে রাখো’-এমন ক্যাপশন দিয়ে দুইজন মানুষ যখন একই ছবি পোস্ট করেন, সেটি যে বিশেষ কিছু তা বলায় যায়।
বিশেষ সেই দুজন হলেন ভারতের অভিনেত্রী ও দেশটির সংসদ সদস্য নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজরের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে গাড়িতে সময় কাটানোর একই ছবি পোস্ট করেছেন তারা। দুজনের ছবির ক্যাপশনও এক, ‘আমাকে আনন্দে রাখো’ নিচে নুসরাত-যশের নাম।
আনন্দের জন্য কোথায় যাচ্ছেন তারা? সে বিষয়ে অবশ্য কোনো তথ্য দেননি কেউ। তবে ছবি বলছে, লোকালয় ছাড়িয়ে নিজেদের মতো করে সময় কাটানোই আপাতত তাদের লক্ষ্য।
গাড়িতেও বাজছিল রোমান্টিক গান। যশ-মিমি চক্রবর্তী অভিনীত ‘টোটাল দাদাগিরি’ ছবির গান, ‘মন রয়েছে রয়েছে তোর হাতে’।
নুসরাত-যশের ইনস্টাগ্রাম স্টোরি
এর আগেও যশ-নুসরাত এক সঙ্গে সময় কাটিয়েছেন। আজমের দরগায় প্রার্থনা জানাতে দেখা গিয়েছে তাদের। পাহাড়ের কোলে যশের ছবি তুলে দিয়েছেন নুসরাত। এক সঙ্গে খাওয়ার ছবিও শেয়ার করেছেন নেটমাধ্যমে। তবে এভাবে এক সঙ্গে বেরিয়ে পড়ার ছবি এর আগে কখনও পোস্ট করেননি তারা।
এ সব ছবি বলছে, নুসরতের জীবনে নিখিল জৈন ‘অতীত’। ভালোবাসার নামে এ তারকার মন ভেঙেছেন যিনি। সম্ভবত সেই ভাঙা মন জোড়া দিতেই নুসরাতের পাশে যশ।