বড়পর্দায় জুটি হয়ে ফিরছেন মা অপর্ণা সেন ও মেয়ে কঙ্কনা সেন শর্মা।
এবার হিন্দি সিনেমা তৈরি করছেন পরিচালক অপর্ণা সেন। আর সেই সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করছেন মেয়ে কঙ্কনা সেন।
দ্য রেপিস্ট নামের এই সিনেমায় আরও একটি প্রধানতম চরিত্রে অভিনয় করছেন অর্জুন রামপাল।
কয়েকদিন আগে দিল্লিতে অর্জুন রামপালের অংশের শুটিং শেষ হয়েছে। শুটিংয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অর্পণা সেনকে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন রামপাল।
একটি ধর্ষণ ঘটনাকে ঘিরে সিনেমাটির গল্প। একটি ধর্ষণের ঘটনা ঘিরে সামাজিক যে ভাবনাচিন্তা তৈরি হয়, ধর্ষণের পর একটি মেয়ে যে মানসিক যন্ত্রণায় ছটফট করেন সেইসব গল্প নিয়েই এই সিনেমা।
তবে সিনেমাটি মুক্তির দিনক্ষণ এখনও কিছু জানান নি পরিচালক অপর্ণা সেন। তার ভাষ্য, আগে মনোযোগ দিয়ে সিনেমা বানানোটা শেষ করি।