সাবেক মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন যে ব্যাপক ফিটনেস ফ্রিক সে কথা সবারই জানা।
তারই মতো হয়েছে মেয়ে রেনে সেনও। মায়ের মতো শরীরচর্চা নিয়ে বেশ ব্যস্ত থাকেন রেনে।
মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে সেসব ছবিও পোস্ট করেন তিনি। তবে ফিটনেস ঠিক রাখবেন না পিৎজা খাবেন তা নিয়ে বেশ দোটানায় ভুগছেন রেনে।
সম্প্রতি নিজের মেদহীন ঝরঝরে চেহারার একটি ছবিও পোস্ট করেছেন রেনে।
ছবিতে দেখা যায় একটি কাঁধ খোলা কালো টপ ও কালো হাফ প্যান্টে এক্কেবারে সাদামাটা সুস্মিতার কন্যা। চোখে চশমা, মাথায় উঁচু করে খোঁপা করা চুল। এই লুকে আয়নার সামনে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন ২০ বছর বয়সী রেনে।
সেই ছবির ক্যাপশনে শরীরচর্চার ও পিৎজার দুটি ইমো দিয়ে লিখেছেন এই দুইয়ের দ্বন্দে ভুগছি।
মায়ের মতোই ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় রেনে। ইতিমধ্যেই তার এই পোস্টটিতে তিন হাজারের বেশি মানুষ রিয়্যাক্ট করেছেন। তবে ছবিতে কমেন্ট অপশন বন্ধ রেখেছেন তিনি।
সুস্মিতার মেয়ে রেনে সেন। ছবি: রেনের ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন রেনে। অনেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন রেখেছিলেন। জানতে চেয়েছিলেন তিনি কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কি না।
রেনেও জানিয়েছিলেন, এখন পর্যন্ত মনের মানুষ খুঁজে পাননি তিনি।