বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অমি এবার জি-ফাইভে, গরমে আনছেন ‘ঠাণ্ডা’

  •    
  • ২৭ মে, ২০২১ ১৬:১২

কনটেন্টটির নাম ঠান্ডা হওয়ার কারণ জানিয়ে অমি নিউজবাংলাকে বলেন, ‘আমার গল্পের চরিত্রগুলোর একটাই ক্রাইসিস, তাদের প্রচণ্ড গরম লাগে। সবখানেই তারা একটু ঠান্ডা খোঁজে।’

সময়ের ব্যাস্ততম নির্মাতা কাজল আরেফিন অমি। তার নির্মিত ব্যাচেলর পয়েন্ট দেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই নির্মাতা এবার নির্মাণ করেছেন ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভের জন্য।

ওয়েব কনটেন্টটির নাম ঠান্ডা। জি-ফাইভ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে কনটেন্টটির পোস্টার শেয়ার করেছেন। পোস্টোরের ক্যাপশনে লেখা, “কাঠফাটা এই গরমে একটুখানি ‘ঠান্ডা’।”

কনটেন্টে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষি আলম, সাব্বির হোসাইন ও মারজুক রাসেল। ঠান্ডা ৪৫ মিনিট দৈর্ঘ্যের; পরিচালক একে বলছেন ওয়েব কনটেন্ট।

কনটেন্টটির নাম ঠান্ডা হওয়ার কারণ জানিয়ে অমি নিউজবাংলাকে বলেন, ‘আমার গল্পের চরিত্রগুলোর একটাই ক্রাইসিস, তাদের প্রচণ্ড গরম লাগে। সবখানেই তারা একটু ঠান্ডা খোঁজে।’

বিষয়টি বোঝাতে গিয়ে উদাহরণ দিয়ে অমি বলেন, ‘এই চরিত্রগুলো টাকা, গার্লফ্রেন্ড চায় না। এরা শুধু একটু ঠাণ্ডা চায়। যেমন, একজন অভিনেতা তার শুটিং ফ্লোরে গরম লাগে। সে শুধু ডিরেক্টরের ফ্যান নিজের দিকে ঘুরিয়ে নেয়।

‘একজন লন্ড্রির দোকানদার। সে কাজ করতে গেলে প্রচণ্ড ঘামে এবং নিজের ঘামে ভেজা কাপড় খুলে কাস্টমারের জামা পরে ফেলে।

‘একজন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ, তিনি সারাক্ষণ রোদে কাজ করে এসে একটু ঠান্ডা খোঁজে।’

অমি আরও বলেন, ‘এই চরিত্রগুলো আবার এক বাসাতেই থাকে। তাদের সেই বিল্ডিংয়ে অন্যরা যারা থাকে, তাদের প্রায় সবার গরমে সমস্যা।’

নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি: সংগৃহীত

গল্পের টুইস্টের আভাস দিয়ে অমি বলেন, ‘এই চরিত্রগুলো একটা সময় ঠান্ডা পায়। তাদের ঠান্ডা পাওয়ার মাধ্যমে থেমে যায় সেই বিল্ডিংয়ের সব অপরাধ। সবখানে ঠান্ডা একটা পরিবেশ বিরাজ করে।’

অন্যান্য অনেক কনটেন্টে যখন নায়িকাকে তুমুল আকর্ষণীয় করে উপস্থাপনের একটা প্রতিযোগিতা আছে, সেখানে অমির কনটেন্টের পোস্টারে কোনো নায়িকার ছবি নেই। কেন এমন?

অমির উত্তর, ‘আমি আসলে বিভিন্ন রকম গল্প বলতে চাই। এই গল্পটি নায়ক-নায়িকার কনসেপ্টের না।’

ঠান্ডার চার অভিনয়শিল্পীকে নিয়ে আমি এর আগেও কাজ করেছেন। তাদের নিয়ে আগামীতেও বেশ কিছু প্রজেক্ট করবেন বলে জানালেন। সেখানে বিভিন্ন রকম চরিত্র ও নতুন ভাবনার গল্প পাবেন দর্শকরা।

পোস্টার প্রকাশ হলেও কনটেন্টটি কবে জি-ফাইভে কবে মুক্তি পাবে তা জানানো হয়নি। অমি জানান, গরম থাকতে থাকতেই দর্শকরা ঠান্ডা পাবেন।

কোরবানি ঈদের জন্যও কাজ করছেন অমি। অদ্ভুত নামের একটি কাজ এরই মধ্যে করে ফেলেছেন। আরও কিছু কাজ করবেন বলে জানালেন। তবে ঈদের পর ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা আছে বলে জানান কাজল আরেফিন অমি।

এ বিভাগের আরো খবর