বেশ কিছুদিন ধরে ভারতে জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সংগীতশিল্পী সোনু নিগমের পুরোনো এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেখানে সোনুকে বলতে শোনা যায়, রিয়্যালিটি শোর বেশির ভাগ ক্ষেত্রে গান ডাব করে চালানো হয়।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই সাক্ষাৎকারে সোনু বলেন, ‘এমন অনেক রিয়্যালিটি শো আছে, যেখানে গান ডাব করে চালানো হয়। কারণ, প্রতিযোগীদের কোনো বাজে পারফরম্যান্স প্রকাশ্যে আসুক, সেটা তারা চান না।’
মিউজিক কোম্পানিগুলোর উদ্দেশে তিনি বলেন, তারাই প্রযোজকদের নিজেদের গান চালানোর কথা বলেন। ওই সব কোম্পানি শুধু নিজেদের শিল্পীদের প্রমোট করে। অন্যান্য শিল্পীরা সমান গুণসম্পন্ন হলেও তারা এটা করে থাকেন।
সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল ১২’-তে কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের গান নিয়ে বিশেষ একটি পর্ব বেশ সমালোচিত হয়। সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে দেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার।
কিশোরের গান নিয়ে বিশেষ সেই পর্বে অতিথি হয়ে গিয়েছিলেন অমিত। সেখানে তিনি প্রতিযোগীদের প্রশংসা করলেও গানগুলো ভালো হয়নি বলে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
পরে অমিত স্বীকার করেন, টাকার বিনিময়ে সবার প্রশংসা করেছেন তিনি।
কিশোর কুমারের ছেলে বলেন, ‘সেটি বিশেষ একটি পর্ব ছিল। আমি যে পরিমাণ অর্থ চেয়েছি, তারা সেটা দিয়েছেন। কর্তৃপক্ষ সবার প্রশংসা করতে বলেছিল। তাই আমিও সেটা করেছি।’
রিয়্যালিটি শো নিয়ে এমন সমালোচনা ভারতে নতুন নয়। তবে এবার এ নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।