বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাকাত রানী রূপমতি হয়ে আসছে দীপিকা

  •    
  • ২৬ মে, ২০২১ ১৯:৩২

বনসালির ড্রিম প্রজেক্ট বৈজু বাওরা সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিনেমাটি নিয়ে নাকি দীপিকার সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে বানসালির।

সঞ্জয় লীলা বানসালির গোলিও কি রাসলীলা রাম-লীলা, বাজিরাও মাস্তানি ওপদ্মাবত; এই তিন সুপারহিট সিনেমায় দীপিকা পাড়ুকোনের অসাধারণ অভিনয় মন কেড়েছিল সিনেপ্রেমীদের।

সবাই আশা করেছিল বানসনালির নতুন সিনেমা গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি তে থাকবেন দীপিকা। কিন্তু তাতে দেখা গেলো আলিয়া ভাটকে। যা নিয়ে ব্যাপক গুজব রটলো যে, দীপিকা ও বানসালির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এমনকি একে অপরের মুখ দেখাদেখি পর্যন্ত নাকি বন্ধ!

তবে সমস্ত গুজব মিথ্যা প্রমাণিত হতে চলেছে। কারণ বানসালির ড্রিম প্রজেক্ট বৈজু বাওরা-তে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিনেমাটি নিয়ে নাকি দীপিকার সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে বানসালির।

এখন নাকি সিনেমাটির চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত আছেন বানসালি। তবে দীপিকাকে ইতিমধ্যে গল্প শুনিয়েছেন তিনি। যদিও দীপিকার সঙ্গে এখনও চুক্তি স্বাক্ষর করেন নি পরিচালক।

প্রি-প্রোডাকশনের কাজ পুরোপুরি শেষ হলেই প্রযোজক ও পরিচালক মিলে দীপিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

সব ঠিক থাকলে বৈজু বাওরা সিনেমায় ডাকাত রানী রূপমতির চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তবে সিনেমায় দীপিকা ছাড়া আর কোন কোন অভিনয়শিল্পী থাকবেন, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

অভিনেত্রী দীপিকা পাডুকোন ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ছবি: সংগৃহীত

একটা সময় অবশ্য শোনা গিয়েছিল বৈজু চরিত্রে নাকি রণবীর কাপুরকে দেখা যেতে পারে। কিন্তু পরে এক সাক্ষাৎকারে এটিকে গুজব বলে উড়িয়ে দেন রণবীর।

সিনেমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। কিন্তু এই চরিত্রগুলিতে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

জানা গেছে, কাস্টিং এবং চিত্রনাট্যসহ প্রি-প্রোডাকশনের কাজ শেষ হলে ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হবে এই সিনেমার শুটিং।

রানী রূপমতি ছিলেন একজন কবি এবং মালবের সুলতান বাজ বাহাদুরের স্ত্রী। রূপমতি মালবের মধ্যকার প্রেম সম্পর্কে লোককাহিনীগুলিতে আলোচনা করা হয়েছে। রূপমতির সৌন্দর্য আদম খানকে মান্ডু জয় করতে প্ররোচিত করেছিল। আদম খান দুর্গে রওনা হলে বাজ বাহাদুরের ছোট বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়। বাজ বাহাদুর পরাজিত হলে রূপমতি বিষ খেয়ে আত্মহত্যা করেন। এই প্রেমের ঘটনাটিকে ঐতিহাসিক বলে মনে করেন, আবার কিছু মানুষ এটিকে মনে করেন সত্য ঘটনা।

এ বিভাগের আরো খবর