দেশে অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলসের প্রতিষ্ঠাতা সদস্য ও নন্দিত ড্রামার সুব্রত বড়ুয়া রনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফেসবুকে তার মৃত্যুর খবরটি জানিয়েছেন সোলসের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া। লেখেন, ‘চলে গেলেন আমাদের সোলসের এর রনিদা।’
সোলসের আরেক প্রতিষ্ঠাতা সদস্য শহীদ মাহমুদ জঙ্গি এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লেখেন, ‘আমাদের ছোটবেলার বন্ধু, সোলসের অন্যতম প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় ড্রামার, চট্টগ্রামের প্রিয় মুখ রনি (সুব্রত বড়ুয়া রনি) চলে গেলো। তার আত্মার শান্তি কামনা করছি।’
সংগীতশিল্পী তপন চৌধুরী লিখেছেন, ‘রনি দা চলে গেলো ওপারে। ভালো থেকো।’
জানা গেছে, রনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তার নিয়মিত চিকিৎসা চলছিল।
সকালেই রনির মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বিকাল তিনটায় সর্বস্তরের শ্রদ্ধার জন্য চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে রাখা হবে। এরপর নন্দনকানন বৌদ্ধমন্দিরে ধর্মীয়-আচার অনুষ্ঠানের জন্য রাখা হবে।
গত পাঁচ দশক ধরে সংগীতের সঙ্গে জড়িত ছিলেন সুব্রত বড়ুয়া রনি। ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন তরুণকে নিয়ে ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করেন এই ড্রামার। ১৯৭৩ সালে সেই ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’।