বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মুক্তি বন্ধ চায় তামিলনাড়ু সরকার

  •    
  • ২৫ মে, ২০২১ ২১:১৮

তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। চিঠিতে বলা হয়েছে, ‘লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের যোদ্ধাদের অপমান করা হয়েছে।’

ট্রেলার প্রকাশের পর থেকে বিতর্ক যেন থামতেই চাইছে না মনোজ বাজপেয়ীর ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান-২’ নিয়ে।

আগামী ৪ জুন আমাজন প্রাইমে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ওয়েব সিরিজের। তবে এটি মুক্তি যাতে মুক্তি না পায় সে জন্য উঠেপড়ে লেগেছে তামিলনাড়ু সরকার।

সেই জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা। এই সিরিজে তামিলদের অসম্মান করা হয়েছে বলে নেটদুনিয়া তোলপাড় হচ্ছে বর্তমানে।

তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

চিঠিতে বলা হয়েছে, ‘লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের যোদ্ধাদের অপমান করা হয়েছে।’

সেই সঙ্গে চিঠিতে এই ওয়েব সিরিজকে ‘নিন্দনীয়’ ও ‘বিদ্বেষমূলক’ বলা হয়েছে।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম সিজন।

দ্য ফ্যামিলি ম্যান ২-এর পোস্টার। ছবি: সংগৃহীত

তারপর থেকেই দ্বিতীয় সিজনের জন্য অধীরে অপেক্ষায় ছিলেন দর্শকরা। চলতি মাসেই প্রকাশ্যে আসে এটির ট্রেলার। এরপরই তামিলদের পক্ষ থেকে এই সিরিজটি বন্ধের দাবি তোলা হয়।

সিরিজে দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনির চরিত্র একেবারেই পছন্দ হয়নি তামিলদের। এতে এক তামিল বিদ্রোহীর চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। যার সঙ্গে যোগাযোগ আছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর।

অনেকে আবার তার পোশাকে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম-এর ইউনিফর্মের মিল খুঁজে পেয়েছেন। আর এ কারণের সিরিজটি বয়কটের ডাক দিয়েছে তামিলরা।

তারা দাবি করছে তামিল ইলমের যোদ্ধাদের যে ত্যাগ সেটিকে খারাপভাবে ব্যবহার করেছেন পরিচালক।

দ্য ফ্যামিলি ম্যান ২-এর পোস্টার। ছবি: সংগৃহীত

ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মের সিরিজগুলির মধ্যে ব্যাপক জনপ্রিয় এই সিরিজটি পরিচালনা করেছেন রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে।

তারা বলছেন, কোনো রাজ্য বা ধর্মের মানুষকে অসম্মান জানানো হয়নি এই ওয়েব সিরিজে।

রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে নিজেদের টুইট বার্তায় লেখেন, ‘ট্রেলারের কিছু দৃশ্য দেখে অনেক কিছু ভেবে নেয়া ও ধারণা করা হয়েছে। আমাদের লিড কাস্ট এবং কী মেম্বার, ক্রিয়েটিভ টিমের অনেকেই তামিলনাড়ুর। আমরা তামিল সংস্কৃতির ব্যাপারে অবগত আছি এবং জানি তাদের ইতিহাস ও ভাবাবেগ নিয়ে। তাই আমরা বলতে পারি তামিলদের ওপর ভালোবাসা ছাড়া কোনো রাগ-ক্ষোভ নেই আমাদের।’

পরিচালক রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কের টুইট। ছবি:সংগৃহীত

টুইটে আরও লেখেন, ‘অনেক কষ্ট করে বছরের পর বছর ধরে কষ্টের পর আমরা এই ওয়েব সিরিজটি বানিয়েছি। উদ্দেশ্য দর্শকদের আকর্ষনীয়, সংবেদনশীল ও সুষম গল্প উপহার দেয়া যেমনটি সিজন ১-এ হয়েছে।

‘তাই সবাইকে অনুরোধ করছি দয়া করে আগে এটি দেখুন। আমরা নিশ্চিত আপনাদের ভালো লাগবে।’

এ বিভাগের আরো খবর