জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও উন্নয়ন কর্মী রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন আজ।
করোনার কারণে এই মুহূর্তে ঢাকায় আটকে আছেন মিথিলা। অন্যদিকে তার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি রয়েছেন কলকাতায়।
তবে দূরে থাকলেও এই বিশেষ দিনে সামাজিক মাধ্যমে ভিডিও কলেই মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত। সেই সঙ্গে মিথিলার চির তারুণ্য কামনা করেছেন কলকাতার জনপ্রিয় এ পরিচালক।
ফেসবুকে সৃজিতের পোস্ট করা একটি ছবি থেকেই জানা গেল সেই তথ্য।
সেই ছবিতে দেখা যায় ভিডিও কলে কথা বলছেন সৃজিত, মিথিলা ও মেয়ে আয়রা। ছবিটি মিথিলার দিক থেকে তোলা।
ছবিটি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৃজিত লেখেন, ‘বার্থডে মেট, তোমায় বলতে চাই, চিরকাল তরুণ থেকো!’
ভিডিও কলে কথা বলছেন মিথিলা। ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন সৃজিত।
২০১৯ সালের ডিসেম্বরে কলকাতায় বিয়ে করেন সৃজিত-মিথিলা।
সম্প্রতি প্রথমবারের মত অনন্য মামুন পরিচালিত অমানুষ সিনেমায় কাজ করছেন মিথিলা।