বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুটিংয়ে শাকিব-বুবলী, টার্গেট কোরবানির ঈদ

  •    
  • ২৫ মে, ২০২১ ১৬:২৪

শাকিব খানের ব্যাপারে পরিচালক বলেন, ‘শাকিব খান আমাদের মেগাস্টার। তাকে ভেবেছিলাম পাহাড়। কাছে গিয়ে দেখি সাগর। এত আন্তরিক একজন মানুষ, কী বলব।’

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো শাকিব-বুবলী অভিনীত লিডার- আমিই বাংলাদেশ সিনেমার শুটিং। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় শুরু হয় সিনেমার শুটিং।

শুটিং শুরুর আগে ফিতা কাটেন শাকিব খান, বুবলী, পরিচালক তপু খান ও প্রযোজনা প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা। আরও উপস্থিত ছিলেন অভিনেতা দম্পতি ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার।

ছোট পরিসরে মহরত অনুষ্ঠানে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সৈয়দ আশিক রহমান বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে সিনেমার কাজ শেষ করতে পারি। টানা ৩০ দিন চলবে সিনেমার দৃশ্যধারণ।’

কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার টার্গেট জানিয়ে আশিক আরও বলেন, ‘আমাদের হাতে আর মাত্র দুই মাস সময় আছে। এর মধ্যে ৩০ দিন চলবে শুটিং। আর বাকি সময়টা পোস্ট প্রোডাকশন ও প্রচারের কাজে লাগবে। আমাদের টার্গেট কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দেয়া।’

মহরত অনুষ্ঠান শেষে শিল্পী ও কলাকুশলীরা একে অপরকে মিষ্টিমুখ করান।

সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, ‘সিনেমার নাম লিডার- আমিই বাংলাদেশ। এখানে আসলে কে লিডার, সেটা না হয় সিনেমা মুক্তি পেলে জানা যাবে।’

লিডার- আমিই বাংলাদেশ সিনেমার মহরত অনুষ্ঠানে শিল্পী ও প্রযোজক। ছবি: সংগৃহীত

শাকিব খান ও বুবলীর ফার্স্ট লুক নিয়ে পরিচালক বলেন, ‘অনেকেই বলেছেন শাকিব খানকে প্রতিবাদী লেগেছে। হ্যাঁ, তিনি অনেকটা প্রতিবাদী। আর তার প্রভাব বুবলীর উপর পড়তেও পারে। সেটা দেখা যাক।’

সিনেমার জন্য শাকিব খান তার লুক পরিবর্তন করেছেন। তাকে দেখতে হালকা লাগছে।

শাকিব খানের ব্যাপারে পরিচালক বলেন, ‘শাকিব খান আমাদের মেগাস্টার। তাকে ভেবেছিলাম পাহাড়। কাছে গিয়ে দেখি সাগর। এত আন্তরিক একজন মানুষ, কী বলব।

‘আমাদের টেবিল ওয়ার্কের সময় আমি তাকে বলেছি যে এখানে আমি কনফিডেন্ট, আমি এটা করতে পারব। তিনি আমাকে বললেন, তোমার কনফিডেন্স আর আমার এক্সপেরিয়েন্স। নিশ্চয়ই ভালো কিছু হবে।’

এ বিভাগের আরো খবর