বলিউডে টাইগার তো এখন একজনই। তিনি সালমান খান। টাইগার সিরিজের সিনেমায় তিনি অভিনয় করেন র-এর এজেন্টের ভূমিকায়। সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করেন।
এক থা টাইগার ও টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অপ্রতিরোধ্য টাইগারকে পাওয়া গেছে নানাভাবে। শেষমেশ তিনি জয়ী হয়ে ফিরেছেন অসম্ভব সব মিশন থেকে। এবার তাকে আটকাতে আরও বড় পরিকল্পনা করছে পাকিস্তান!
র-এর টাইগারকে সামলাতে পাঠানো হচ্ছে আইএসআই টাইগারকে। আর এই আইএসআই টাইগারের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমী। সোমবার থেকে এই গুঞ্জন ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।
ইমরানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সব ঠিক থাকলে লকডাউন উঠলেই শুরু হবে মানিশ শর্মার আগামী ছবি টাইগার ৩। সেখানেই নতুন চরিত্র হয়ে আসছেন ইমরান। তিনি পাকিস্তানের এজেন্ট। তার প্রধান শত্রু র এজেন্ট সালমান খান। ছবিতে ইমরান পাকিস্তান টাইগার হিসেবে আসবেন দর্শকদের সামনে।
সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করে পরিচালক বলেনে, ‘ইমরানের চেহারার সঙ্গে একজন খলনায়কের চেহারার কোনো মিল নেই। এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ছবি: সংগৃহীত
সংবাদমাধ্যমকে একটি সংলাপ শোনান পরিচালক। সংলাপটি এমন, টাইগারকে রুখতে টাইগারকে আবার ফিরিয়ে নিয়ে আসো।
সিরিজের প্রথম পর্বে আইএসআই গুপ্তচর হিসেবে ক্যাটরিনা কাইফকে দেখা গেছে। টাইগার ৩ সিনেমায় তাকে কোন ভূমিকায় দেখা যাবে, জানতে চাইলে পরিচালক জানিয়েছেন, নতুন সিনেমায় ক্যাটরিনা নাকি আরও ভয়ংকররূপে আসবেন। অনেক বেশি ঝুঁকি নিয়ে অভিনয় করবেন মারামারির দৃশ্যে।