বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাইমার পর স্বল্পবাসে নেটমাধ্যমে প্রিয়াঙ্কা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ মে, ২০২১ ২০:৫৬

রাইমার মতোই প্রিয়াঙ্কার ছবিও আলোড়ন তুলেছে নেট জগতে। মাত্র পাঁচ ঘণ্টায় ছবিটিতে লাভ রিঅ্যাক্ট দিয়েছেন ২ হাজার ৩৮৫ জন।

ভারতের ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় এবার স্বল্পবাসে ধরা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

পাঁচ দিন আগে তথাগতের তোলা রাইমা সেনের ছবি নিয়ে চলছিল তুমুল আলোচনা। এর মধ্যে সোমবার প্রিয়াঙ্কার আবেদনময়ী ছবি নিজের ইনস্টাগ্রামে দেন তথাগত।

রাইমার মতোই এই ছবিও আলোড়ন তুলেছে নেট জগতে। মাত্র পাঁচ ঘণ্টায় ছবিটিতে লাভ রিঅ্যাক্ট দিয়েছেন ২ হাজার ৩৮৫ জন।

ছবিতে তথাগতের মন্তব্যও ছিল অন্যরকম, ‘এ যেন সমুদ্রের গান, গর্জন। যা নিয়ে খেলা করা যায় অনায়াসেই....!’

প্রিয়াঙ্কা-তথাগতর সম্পর্ক অবশ্য অনেক দিন ধরেই আলোচনায়। নানা গুঞ্জন শোনা গেলেও প্রিয়াঙ্কা সাফ জানিয়েছেন তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের।

সমুদ্র পাড়ে স্বল্পবাসে মোহময়ী অভিনেত্রীকে দেখার পর অন্যরা সেই কথায় খুব একটা কান দিচ্ছেন বলে মনে হয়নি।

একজন লিখেছেন, ‘অবশেষে সামনে আনলেন। এই ছবির অপেক্ষাতেই ছিলাম।’

প্রিয়াঙ্কার আগে রাইমার কয়েকটি ছবি তুমুল আলোড়ন তুলেছিল। একটিতে তিনি ছিলেন শুধুই সাদা টি-শার্ট পরা। পায়ে হল্টার শ্যু।

আরেকটিতে সুচিত্রা সেনের নাতনি ছিলেন আরও লাস্যময়ী। ঊর্ধ্বাঙ্গ আড়াল করেছিলেন মাত্র এক খন্ড কাপড়ে। কোমরে ছিল নীল ডেনিম জিন্স।

এ বিভাগের আরো খবর