বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বামীর সঙ্গে আর থাকছেন না মাহি

  •    
  • ২৩ মে, ২০২১ ০১:৫৪

‘এতো ভালো মানুষগুলোর সঙ্গে আমি কোপ আপ করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। আমরা আর এক সঙ্গে নাই। আমার মনে হয় না, অপুর মতো বা এই ফ্যামিলির মতো ভালো মানুষ আমি আর পাব। একা থাকাই ভালো।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তার সাংসারিক জীবনের ইতি টানলেন। স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে আর থাকছেন না তিনি। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

নিউজবাংলাকে মাহি বলেন, ‘আমি আর অপু এক সঙ্গে নেই।’ কবে থেকে তারা আলাদা থাকছেন বা তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

নিউজবাংলাকে তিনি আরও বলেন, ‘এতো ভালো মানুষগুলোর সঙ্গে আমি কোপ আপ করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। আমরা আর এক সঙ্গে নাই। আমার মনে হয় না, অপুর মতো বা এই ফ্যামিলির মতো ভালো মানুষ আমি আর পাব। একা থাকাই ভালো।’

মাহি তার ফেসবুকেও এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা।’

“পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে ‘মা জননী’, বড় বাবার মুখ থেকে ‘সুনামাই’ শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।”

সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে মাহির বিয়ে হয় ২০১৬ সালের ২৫ মে। ৫ বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই মাহি-অপু দম্পতির।

এ বিভাগের আরো খবর