বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০ জুন প্রকাশ্যে আসবে ঢাকার কালো অধ্যায়

  •    
  • ২২ মে, ২০২১ ১৮:৩৩

বিভৎস, ভয়ঙ্কর, অদেখা এক ঢাকাকে দেখার আভাস পাওয়া গেছে ট্রেলারে। ৫টি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। তবে পরিচালক দাবি করছেন প্রতিটি গল্পেই রয়েছে যোগসূত্র।

রাজধানী ঢাকাকে একেকজন দেখেন একেকভাবে। সূর্যের আলোয় দেখা ঢাকা আর অন্ধকারে দেখা ঢাকার মধ্যে পর্থক্য আছে। কিন্তু কী সেই পর্থক্য? কেমন সেটা? তারই উত্তর পাওয়া যাবে ১০ জুন।

সেই দিন ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে ওয়েব ফিল্ম দ্য ডার্ক সাইড অব ঢাকা। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। শনিবার (২২ মে) প্রকাশ পেয়েছে এর ট্রেলার।

বিভৎস, ভয়ঙ্কর, অদেখা এক ঢাকাকে দেখার আভাস পাওয়া গেছে ট্রেলারে। ৫টি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। তবে পরিচালক দাবি করছেন প্রতিটি গল্পেই রয়েছে যোগসূত্র।

ট্রেলারে অভিনেত্রী তুষি জানিয়েছেন, স্পেশাল কিছু দেখতে চাইলে নাকি একটু অপেক্ষা করতে হয়। ট্রেলারের শেষেও তার কণ্ঠে একটি সংলাপ শোনা গেছে। সম্পাদকীয় নীতিমালার কারণে সংলাপটির প্রথম শব্দটি সংবাদে প্রকাশ করা হলো না।

সেই শব্দটি বাদ দিলে সংলাপটি এমন- এটা তো ট্রেলার, সিনেমাতো এখনও বাকি আছে। তুষির বিপরীতে এখানে দেখা যাবে মনোজ প্রামানিককে।

ওয়েব ফিল্মটিতে আরও আছেন তমা মির্জা। এখানে তমা মির্জাকে চিনতে কষ্ট হয়ে যেতে পারে দর্শকদের। গ্ল্যামারাস তমাকে দেখা যাবে একেবারেই ডি-গ্ল্যাম লুকে। আরও আছেন খায়রুল বাশার, শরাফ আহমদে জীবন। আর রাশেদ মামুন অপু তো আছেনই।

ট্রেলারটি ফেসবুকে শেয়ার করেছেন রাফি। তিনি লিখেছেন, ‘সুপার সাইক্লোন এসে গেল। সবাই শক্ত করে ধরে বসুন।’

এ বিভাগের আরো খবর