দেশীয় নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। যার নামেই নাটক হিট! দর্শকরা অপলক দৃষ্টিতে দেখেন তার অভিনয়। নানা রকম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে অনেক আগেই অর্জন করেছেন পরিচালকদের আস্থা।
নাটকে প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দ এই অভিনেত্রী। তাই নাটকের কাজে তাকে ব্যস্তও থাকতে হয় প্রচণ্ড। আর ঈদ বা উৎসবের আগে তো কথাই নেই। তাকে নিয়েই ঈদের নাটক করতে চান সবাই।
তুমুল ব্যস্ত এই অভিনেত্রী এবার ঈদের আগে কাজ করেননি বা করতে পারেননি। করোনা সংক্রমনের কারণে বন্ধ রেখেছিলেন সব শুটিং। এই বিরতি নেহাতই কম নয়; ৫৪ দিনের।
শনিবার (২২ মে) ৫৪ দিনের বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। সেকথা জানিয়েছেন তার ফেসবুক পেজে। এ বিষয়ে কথা হয়েছে নিউজবাংলার।
মেহজাবিন নিউজবাংলাকে বলেন, ‘নির্মাতা ভিকি জাহেদের খণ্ড নাটক দিয়ে নাটকে ফিরলাম।’
এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ বিরতি কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, গত বছর (২০২০ সাল) আমি চার মাস কাজ করিনি। সেই হিসেবে এটাকে দ্বিতীয় সর্বোচ্চ বিরতি বলতে হবে।’
ফেসবুক পেজে ৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে মেহজাবিন লিখেছেন, ‘৫৪ দিন পর শুটিংয়ে ফিরছি। মনে হচ্ছে অভিনয় ভুলে গেছি’।
শুটিংয়ে ফেরার বিষয় ছাড়াও নিউজবাংলা আরেকটি বিষয়ে কথা বলতে চায় মেহজাবিনের সঙ্গে।
শুক্রবার (২১ মে) অভিনেত্রী হাসিন রওশন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখা, ‘এন্ডিং ঈদ ইন স্টাইল’। যেখানে হাসিনের স্বামী-সন্তানসহ কিছু মানুষকে দেখতে পাওয়া যায়। আরও দেখা যায় নির্মাতা আদনান আল রাজিব ও মেহজাবিনকে।
অভিনেত্রী হাসিন রওশন ছাড়া অপরিচিত কিছু মানুষের সঙ্গে আদনান আল রাজিব ও মেহজাবিনকে দেখে তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘ দিনের গুঞ্জন যেন আরও একবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পেল।
অভিনেত্রী হাসিন রওশনের এফবি একাউন্ট থেকে ২১ মে পোস্ট করা ছবিটি। ছবি: সংগৃহীতছবির নিচে একজন মন্তব্যকারী আদনান আল রাজিবকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘জল তাইলে আরো ঘোলা হল, রাজিব ভাই।’
চাইলে প্রশ্নটির উত্তর নাও দিতে পারেন- এমন সুযোগ রেখে বিষয়টি নিয়ে মেহজাবিনকে প্রশ্ন করা হলে, তিনি কোনো উত্তর দিতে বা মন্তব্য করতে চাননি।
মেহজাবিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই না। এটা একটা ঘরোয়া আয়োজন ছিল। সেখানে আমার পরিচিতজনরাই ছিলেন।’