করোনাভাইরাস মহামারিতে ধুঁকছে ভারত। অক্সিজেন-সংকটের কারণে দেশটিতে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় দেশের পাশে দাঁড়িয়েছেন বলিউড ও হলিউড তারকা, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতের করোনা চিকিৎসায় সহযোগিতার জন্য ৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ৪৮ লাখ টাকা) তহবিল সংগ্রহ করছেন প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক জোনাস।
সংগৃহীত টাকা দিয়ে এরই মধ্যে কেনা হয়েছে অক্সিজেন কনসেনট্রেটর ও উচ্চ ক্ষমতার সিলিন্ডার। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন প্রিয়াঙ্কা।
এর আগে ১৩ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের তথ্য দেন প্রিয়াঙ্কা। সেখানে জানান, তারা তহবিল সংগ্রহের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৩ মিলিয়ন ডলার।
ওই পোস্টে এই অভিনেত্রী বলেন, ‘বিশ্বের অন্যতম অন্ধকার সময়েও মানবিকতা আবারও প্রমাণ করেছে, আমরা একসঙ্গে শক্তিশালী। নিক জোনাস ও আমি সেসব মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের সহযোগিতায় এগিয়ে এসেছেন। ১৪ হাজারের বেশি মানুষের সহযোগিতায় আমরা এরই মধ্যে ১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছি। এখন আমরা লক্ষ্যমাত্রা ৩ মিলিয়নে উন্নীত করেছি।’
তহবিল সংগ্রহে এগিয়ে আসা মানুষদের ধন্যবাদও জানিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
বৃহস্পতিবার নিজের ফেসবুকে প্রিয়াঙ্কা জানান, সংগৃহীত তহবিলের মাধ্যমে তারা ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন, যার মাধ্যমে ২ হাজার ৫০০ মানুষকে এক মাস অক্সিজেন সরবরাহ করা যাবে। ৬ হাজার লিটারের ৪২২টি অক্সিজেন সিলিন্ডারও সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া করোনার টিকা কেন্দ্রে ১০ জনকে নিয়োগ দেয়া হয়েছে, যারা দুই মাসে ৬ হাজার মানুষকে টিকা নিতে সহায়তা করবেন।
এর আগে তহবিল সংগ্রহের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার চালান প্রিয়াঙ্কা। অর্থ সংগ্রহে তাকে সহায়তা করছে ‘গিভ ইন্ডিয়া’। এগিয়ে এসেছেন ইন্ডিয়ান-আমেরিকান ব্যবসায়ী বিনোদ খোসলাও।
প্রিয়াঙ্কা জানান, তহবিলে যে সহযোগিতা পাওয়া যাবে, তা তিন গুণ করে দেবেন বিনোদ। কেউ ১০০ টাকা দিলে বিনোদ ২০০ টাকা দেবেন। এতে তহবিলে যোগ হবে ৩০০ টাকা।