বিয়ের পরেও ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করতে চাওয়া ভক্তের অভাব নেই। ভারত ও ভারতের বাইরে থেকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সম্প্রতি তেমনি বিয়ের প্রস্তাব পাওয়ার এক গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পাওয়া যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, তারা তখন বিদেশে। সেখানে তাদের অনেক ভক্ত-দর্শক ছিল। সম্ভবত তারা আগে থেকে জানত যে অ্যাশি-অভি সেখানে যাবে।
সেখানে এক যুবকের হাতে একটি কাগজে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাবের বিষয়টি লেখা ছিল।
স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেয়ার বিষয়টি নজর এড়ায়নি স্বামী অভিষেকের। সেটি দেখে তার জবাব দিয়েছিলেন তিনি। হয়তো একটু ঈর্ষাও হচ্ছিল তার! তবে উত্তরটা দিয়েছেন অনেক সুন্দর।
উত্তরটি ছিল এমন- দুঃখিত! ঐশ্বরিয়া আমায় বিয়ে করেছেন। ভক্তের বায়না আর স্বামীর জবাবে সেদিন মন ভালো করে দিয়েছিল সাবেক বিশ্বসুন্দরীর। ১৪ বছর ধরে সংসার করছেন অ্যাশ-অভিষেক। তাদের একমাত্র মেয়ের নাম আরাধ্য।
মহামারিতে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করছেন তারকারা। অর্থসেবা, পরামর্শ, চিকিৎসাসেবার পাশাপাশি অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন ফেলে আসা অতীত।