বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বাংলায় আলোচনা একটাই ‘কাকলী ফার্নিচার’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ মে, ২০২১ ১৫:৩৯

কলকাতায় তারকাদের মধ্যে বেশি ছড়িয়েছে এই ভাইরাস। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত দুই দিন ধরে এই ভাইরাসে কাবু তারা। শাকিব খানের কলকাতার নায়িকা দর্শনা বণিক, সানি লিওনির ছবি নিয়েও মিম বানানো হয়েছে।

করোনা তো আছেই। এরমধ্যেই নতুন এক ভাইরাসে আক্রান্ত দুই বাংলা। এই ভাইরাস ছড়িয়েছে নেট দুনিয়ায়। যার নাম ‘কাকলী ফার্নিচার’। সাধারণ তো বটেই কলকাতার তারকারাও এখন এই ভাইরাসে আক্রান্ত।

ভাইরাসের দাপট এতটাই যে ভারতীয় সংবাদমাধ্যমও এ নিয়ে সংবাদ প্রকাশ করতে বাধ্য হয়েছে। এদেশে সাধারণদের মধ্যে ‘কাকলী ফার্নিচার’ ভাইরাস ছড়িয়েছে বেশি। বিভিন্ন ভিডিওর নিচে ‘কাকলী ফার্নিচার’ এর ‘দামে কম মানে সেরা’ সংলাপ জুড়ে দিয়ে তৈরি করা হচ্ছে মিম।

তবে কলকাতায় তারকাদের মধ্যে বেশি ছড়িয়েছে এই ভাইরাস। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত দুই দিন ধরে এই ভাইরাসে কাবু তারা। শাকিব খানের কলকাতার নায়িকা দর্শনা বণিক, সানি লিওনির ছবি নিয়েও মিম বানানো হয়েছে।

কলকাতার বিভিন্ন সিনেমার ভিডিও ক্লিপে বসানো হয়েছে ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ সংলাপ। মিস্টার বিন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ কাকলী ঘোষ দস্তিদারকে নিয়েও হয়েছে একই কাণ্ড।

সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুরুষ ছবির ২টি দৃশ্য নেয়া হয়েছে মিম বানাতে। গুমনামী ছবির ২টি দৃশ্য নিয়ে অনির্বাণ ভট্টাচার্যের মুখেও বসানো হয়েছে বিশেষ সংলাপ। পিছিয়ে নেই কলকাতার টেলিভিশন পাড়াও।

দুই বাংলার সিনেমার অংশ নিয়ে কাকলী ফার্নিচারের মিম। ছবি: সংগৃহীত

সম্প্রতি, বিজ্ঞাপনটি তুমুল আলোচনায় আসে। এতে দেখা গেছে, ছোট দুজন মেয়ে সবাবের ওপর লাফাচ্ছে আর বলছে আর প্রায় যন্ত্রের মতো বলছে, ‘দামে কম মানে ভাল....’ এই বিশেষ ফার্নিচার।

এ বিভাগের আরো খবর