হঠাৎ টিনের চালে বসে কী করছেন ভারতীয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার! শুধু টিনের চালে বসলেও হতো, শৌচাগার ব্যবহার করতে যাওয়ার মুহূর্তের একটা ছবিতেও দেখা যাচ্ছে তাকে। এমন দুটি ছবি পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে!
এগুলো সব দুষ্টু নেটিজেনদের কাণ্ড। আসল ছবি থেকে শুধু নেহার ছবি কেটে নিয়ে টিনের চালে, চেয়ারে এমনকি শৌচাগারে বসিয়েছেন তারা। নিখুঁত সম্পাদনার কারণে অনেকে ছবিগুলোকে সত্যিও মনে করতে পারেন।
সম্প্রতি নেহা তার নতুন গানের পোস্টার প্রকাশ করেছেন অনলাইনে; প্রকাশ করেন একটি ভিডিও। সেই কাজগুলো করতে গিয়ে কিছু স্টিল ছবি তুলেছিলেন এই কণ্ঠশিল্পী। সেগুলো পোস্ট করেছিলেন ইনস্টাতে।
বিপত্তি সেখান থেকেই। ইনস্টাতে ছবিগুলো দেয়ার পর দুষ্টু নেটিজেনরা ছবিগুলো দিয়ে মিম বানানো শুরু করেন। অল্প সময়েই এডিট করা ছবিগুলো ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। ছবিতে নেহাকে দেখা গেছে হলুদ রঙের পোশাক।
এডিট করা ছবি দুটির আসল ছবি। ছবি: সংগৃহীত
এর আগেও ট্রল ও মিমের শিকার হয়েছেন নেহা। এর আগে রিয়ালিটি শোতে তার কান্নার ছবি দিয়ে সবচেয়ে বেশি মিম বানানো হয়েছে।