বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার সিনেমায় বক্সিং করবেন নোরা

  •    
  • ১৯ মে, ২০২১ ১৮:০৮

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিনেমায় নোরা গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করবেন। তবে কৃতির তুলনায় পর্দায় নোরার উপস্থিতি কম থাকবে। এতে নোরাকে মিক্সড মার্শাল আর্ট বক্সারের ভূমিকায় দেখা যাবে।

বলিউড সিনেমার আইটেম ড্যান্সার হিসেবে তুমুল জনপ্রিয় নোরা ফাতেহি। তার আবেদনভরা উষ্ণ নাচে পাগল প্রায় সব বয়সী। এবার সেই নোরাকে দেখা যাবে অভিনয় আর বক্সিং করতে।

টাইগার শ্রফের পরের সিনেমা গণপথ-এ দেখা যাবে নোরাকে।

বিকাশ বহেলের পরিচালনায় নির্মিত হবে অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমাটির প্রথম কিস্তি।

এতে জুটি হিসেবে দেখা যাবে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননকে। এ বছরের ফেব্রুয়ারিতেগণপথ এর প্রথম ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন টাইগার।

তবে এবার জোর চর্চা চলছেগণপথ সিনেমায় সেকেন্ড লিড নায়িকা হিসেবে দেখা যাবে নোরাকে। যেখানে টাইগার আর নোরার নতুন এক রসায়ন দেখতে পারবেন দর্শকরা।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিনেমায় নোরা গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করবেন। তবে কৃতির তুলনায় পর্দায় নোরার উপস্থিতি কম থাকবে। এতে নোরাকে মিক্সড মার্শাল আর্ট বক্সারের ভূমিকায় দেখা যাবে।

সিনেমায় নতুন অবতারে কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের বড় পর্দায় অভিষেক হয়েছিল এক সঙ্গে। ২০১৪ সালে হিরোপান্তি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তারা। হিরোপান্তির দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে টাইগার-কৃতি জুটিকে।

এ বিভাগের আরো খবর