বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এয়ার বেলুনে রাখির আংটি বদল

  •    
  • ১৯ মে, ২০২১ ১৬:২০

প্রথম দেখা হওয়ার সেই মুহূর্তের কথা উল্লেখ করে রাখি লেখেন, ‘আমার ২৭তম জন্মদিনে আমাদের দেখা হয় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে।’

দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার রাখি মাহবুবার আংটি বদল হলো বুধবার। দুবাইতে এয়ার বেলুনে হয়েছে এই আংটি বদল।

খবরটি নিজেই নিশ্চিত করেছেন রাখি। তিনি তার ফেসবুকে জানিয়েছেন তার আংটি বদলের কথা। হবু স্বামীর ছবিও দিয়েছেন তিনি। ছেলের নাম সাজ্জাদ হোসেন। তিনি সিঙ্গাপুরে ব্যাবসা করেন।

রাখি লিখেছেন, ‘আমার ভালোবাসা আমার জীবন, তোমার রাজকন্য হতে পেরে আমি অনেক ভাগ্যবান। আমার স্পষ্টভাবে মনে আছে আমাকে লেখা তোমার প্রথম কার্ডের কথা। সিঙ্গাপুর থেকে পার্থে আসার পথে হাস্যকর হাতের লেখায় সেটা তুমি লিখেছিলে।

প্রথম দেখা হওয়ার সেই মুহূর্তের কথা উল্লেখ করে রাখি লেখেন, ‘আমার ২৭তম জন্মদিনে আমাদের দেখা হয় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে।’

রাখি জানান, তার মনে হচ্ছে পুরো পৃথিবী যেন তাদের এই আংটি বদল এবং আসন্ন আনন্দের দিনগুলির পরিকল্পনা করতে তাদের সাহায্য করছে। একে ওপরের হতে পেরে রাখি নিজেকে ভাগ্যবতি মনে করছেন।

দুবাইতে রাখি মাহবুবা ও তার হবু স্বামী সাজ্জাদ হোসাইন। ছবি: সংগৃহীত

সাজ্জাদকে উদ্দেশ্য করে রাখি বলেন, ‘তুমি তেমন জীবনসঙ্গী, যাকে আমি সবসময় পেতে চাই।’

লাক্স-চ্যানেল আই তারকা হওয়ার পর থেকে ক্যারিয়ারে সেরা অবস্থানে ছিলেন এই অভিনেত্রী। অভিনয় শুরুর তিন বছরের মাথায় অর্থাৎ ২০১৩-তে রাখি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০১৭-তে গ্র্যাজুয়েশন শেষ করে রিসার্চ করেছেন। এখন চাকরি করছেন।

এ বিভাগের আরো খবর