ঘূর্ণিঝড় তকতের আঘাতে ভারতের মুম্বাইয়ের জনজীবন যখন বিপর্যস্ত তখন ঝড়ে উপড়ে যাওয়া গাছের সঙ্গে নাচলেন ছোট পর্দার ‘দিয়া অর বাতি হাম’ খ্যাত অভিনেত্রী দীপিকা সিং।
নিজের ভেরিভাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই নাচের ভিডিও ও কয়েকটি ছবিও পোস্ট করেছেন এ অভিনেত্রী।
দীপিকা লিখেছেন, ‘যখন তোমার পক্ষে ঝড়কে শান্ত করা সম্ভব নয়, তখন নিজেকে শান্ত করো। প্রকৃতিকে উপভোগ করো। কারণ, ঝড় ঠিক কেটে যাবে।’
এরপর বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছেন, ‘আমার বাড়ির সামনে এই গাছ পড়ে গিয়েছিল। সরিয়ে ফেলার আগেই আমি আর দীপক স্মৃতি ধরে রাখতে তকতের কিছু ছবি তুলে নিয়েছি।’
যেখানে ঝড়ে বেশ কয়েকজন মানুষ মারা গেছে সেখানে ঘূর্ণিঝড় নিয়ে অভিনেত্রীর এই উচ্ছ্বাস ভালো মনে নেননি নেটিজেনরা।
ইনস্টাগ্রামে সেই ভিডিও ও ছবিগুলো পোস্ট করে কটাক্ষও করেছেন অনেকেই।