সালমান খানের কেরামতি নাকি শেষ! অন্য কেউ নয়, এমনটা জানিয়েছেন স্বয়ং ভাইজান। সেই ‘মুন্না’ বা ‘প্রেম’ চরিত্রের সালমানকে পর্দাতে যতটা আকর্ষণীয় লাগত, এখন আর তেমন লাগে না দর্শকদের।
বিষয়টি সালমান নিজেই বুঝতে পারছেন। ঈদের সিনেমা রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি নিয়ে দর্শকরা হতাশ হওয়ার পর এমন উপলব্ধি হয়েছে তার।
ভারতীয় সংবাদমাধ্যমকে সালমান বলেছেন, ‘আমার বয়স এখন ৫৫-৫৬। কিন্তু ১৪-১৫ বছরে বয়সে আমি যা করতাম এখনও আমি তাই করছি। এই প্রজন্মে টাইগার শ্রফ আছেন, বরুণ ধাওয়ান, রণবীর সিং এবং আয়ুষ শর্মারা আছেন। তাই আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।’
ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, সালমানের মতো এখন আরও অনেকেই আছে। পেশিবহুল চেহারা, মারপিটের কেরামতিসহ আরও নানাভাবে যে তারা বড় পর্দায় বাজিমাত করতে পারেন, সে কথা ভালোই বুঝতে পারছেন তিনি। তাই তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করার বিষয় নিয়ে চিন্তা করছেন সালমান।
বলিউড ভাইজান সুপারস্টার সালমান খান। ছবি: সংগৃহীত
বলিউড ভাইজান বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নেই। অভিনেতা জানিয়েছেন, নিজেকে নতুন করে উপস্থাপন করতে আরও বেশি ঘাম ঝরাবেন তিনি। দর্শকরা নিশ্চয়ই এই পরিশ্রমের দাম দেবেন বলে মনে করেন সালমান।
রাধে প্রথম দিনে সবচেয়ে বেশি দেখার রেকর্ড গড়লেও দর্শকদের নিরাশ করেছে। অসংখ্য ট্রল, মিম তো তাই বলছে। আইএমডিবিতে রাধের রেটিং মাত্র ১ দশমিক ৭।