বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেস করেন, আসেন খেলি: নোবেল

  •    
  • ১৬ মে, ২০২১ ১৯:৪৯

বিষয়টি নিয়ে জানতে চাইলে নিউজবাংলাকে নোবেল বলেন, ‘আহমেদ হুমায়ূন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। তাছাড়া এ গানের পঁচানব্বই ভাগ কাজ আমার করা। স্ট্যাটাসে ৫০ শতাংশ কম লিখেছি।’

ভেরিফাইড পেজ হ্যাকড হওয়ার ঝামেলা কাটতে না কাটতেই নতুন দ্বন্দ্বে জড়িয়েছেন কণ্ঠশিল্পী নোবেল। এবার দ্বন্দ্ব শুরু হয়েছে সুরকার আহমেদ হুমায়ূনের সঙ্গে। হুমায়ূনের সুরেই ‘অভিনয়’ গানটি গেয়েছিলেন নোবেল।

এবারের দ্বন্দ্ব সুরকারের পরিচয় নিয়ে। আহমেদ রিজভীর কথায় আহমেদ হুমায়ূনের সুর ও সংগীতে নোবেলের কণ্ঠে প্রকাশ পাবে গান ‘মেহেরবান’। গানটির প্রায় সব কাজ শেষ, হঠাৎ করেই নোবেল তার পেজে পোস্ট দিয়ে জানান, গানটির সুরকার তিনি ও আহমেদ হুমায়ূন।

এই পোস্টটির একটি স্ক্রিন শট সুরকার আহমেদ হুমায়ূনকে হোয়াটস অ্যাপে পাঠান নোবেল। সেখানে আহমেদ হুমায়ূনকে নোবেল লেখেন, ‘কেস করেন আমার নামে, আসেন খেলি।’

আহমেদ হুমায়ূন এর উত্তর হোয়াটস অ্যাপেই দেন। তার পরিপ্রেক্ষিতে আহমেদ হুমায়ূনকে নিয়ে একটি বড় লেখা নোবেল পোস্ট করেন তার ফেসবুক পেজে। একই সঙ্গে ‘মেহেরবান’ গানের সুর ও সংগীতের জায়গায় আহমেদ হুমায়ূনের নাম বাদ দিয়ে শুধু নিজের নাম লিখে পেজে পোস্ট করেন।

এ ব্যাপারে সুরকার আহমেদ হুমায়ূন নিউজবাংলাকে বলেন, ‘ঝামেলা অনেকদিন ধরেই চলছিল। নোবেল কথা শোনে না, হুট-হাট অনেক কিছু করে বসে। ও আসলে একটা ডিস্টার্ব।’

ভেরিফাইড ফেসবুক পেজে আহমেদ হুমায়ূনকে নিয়ে লেখা পোস্টে নোবেল দাবি করেন, ‘মেহেরবান গানের পঞ্চাশ শতাংশ কাজ তার করা’।

নোবেলের স্ট্যাটাসের স্ক্রিনশট। ছবি: নিউজবাংলা কোলাজ

এ ব্যাপারে আহমেদ হুমায়ূন বলেন, ‘এটা সে কীভাবে বলে জানি না। সে যে এই দাবি কোনোভাবেই করতে পারে না তার অনেক প্রমাণ আছে। গানটির গীতিকার আছে, অন্যান্য কুশলীরা আছেন। তারা প্রতিনিয়ত বিষয়গুলো দেখেছেন। তারা জানে নোবেল এমন দাবি করতে পারে না।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে নিউজবাংলাকে নোবেল বলেন, ‘আহমেদ হুমায়ূন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। তা ছাড়া এ গানের পঁচানব্বই ভাগ কাজ আমার করা। স্ট্যাটাসে ৫০ শতাংশ কম লিখেছি।’

অন্যদিকে সময় পূর্ণ হওয়ার আগেই চুক্তি বাতিল করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। চুক্তি বাতিলের ঘটনাটি ঘটেছে আরও মাস খানেক আগে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাউন্ডটেকের একটি সূত্র নিউজবাংলাকে জানায়, ‘নভেম্বর পর্যন্ত নোবেলের সঙ্গে চুক্তি ছিল। তার আগেই তাকে এনওসি দেয়া হয়েছে। তিনি নিজে এসে সেই কাগজ নিয়ে গেছেন। অন্য সবখানেই গাইতে পারবেন তিনি।’

চুক্তি বাতিলের কারণ জানতে চাইলে সূত্র বলেন, ‘কারণ অনেক। সেগুলো বলতে চাই না।’

এ বিভাগের আরো খবর