দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ভীষণ সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ভালোলাগা, খারাপলাগা, সুন্দর ছবি, বিশেষ দিবসের অনুভূতিসহ প্রায় সবই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তাইতো ঈদের তৃতীয় দিনেও ঈদ আনন্দ ভাগাভাগি করলেন তার ভক্তদের সঙ্গে।
রোববার নিজের ফেসবুকে অ্যাকাউন্টে স্বজনদের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন জয়া।
সেটির ক্যাপশনে লিখেন, ‘তিন বেলা ঈদের খাবারের সাথে একবেলা ঘুম হলো আশীর্বাদ। আমাদের সীমিত পরিসরের ঈদ।’
ঈদের তৃতীয় দিন হলে কী হবে, জয়াকেও শুভেচ্ছা আর ভালোবাসা জানাতে ভুলছেন না তার ভক্ত ও অনুরাগীরা।
ঈদের আগের দিন চাঁদ রাতেও ফেসবুকে শুভেচ্ছা তার জানিয়েছিলেন এই অভিনেত্রী। চাঁদ রাতে বেশ কয়েকটি স্নিগ্ধ ছবি পোস্ট করেছিলেন জয়া।
চাঁদ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ’ম্যাঙ্গো শাড়ি’তে জয়া আহসান।
সেই সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, ‘আশা করছি এই ঈদ আমাদের জীবনে খুশি এবং আনন্দ নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে সদয় জীবন দান করুন।’