বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাইরেসির শিকার ‘রাধে’, ভক্তদের ওপর চটলেন সালমান

  •    
  • ১৬ মে, ২০২১ ১১:২৪

সেই টুইটবার্তায় সালমান বলেন, ‘আপনারাও দয়া করে এসব সাইট থেকে রাধে দেখবেন না। তাহলে আপনাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে সাইবার সেল। দয়া করে বুঝুন, আপনারাও আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এভাবে।’

বলিউড ভাইজান সালমান খানের ঈদের সিনেমা রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই গত ১৩ মে মুক্তি পায় ভারত ও দেশটির বাইরের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে। ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভেও মুক্তি পায় সিনেমাটি।

তবে সিনেমা মুক্তি পাওয়ার আগেই নিজের ভক্ত-অনুরাগীদের অনুরোধ জানিয়েছিলেন পাইরেসির সাহায্য নিয়ে রাধে না দেখার।

কিন্তু সেটা যে হয়নি তা বোঝা গেল রোববার সকালে ভাইজানের করা এক টুইটে। এতে তিনি জানান, সিনেমাটি শিকার হয়েছে পাইরেসির।

এ নিয়ে নিজের ভক্তদের ওপর বিরক্তিও প্রকাশ করেছেন সালমান। সেই সঙ্গে যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং যারা বেআইনিভাবে ‘রাধে’ দেখেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ভাইজান।

সেই টুইটবার্তায় সালমান বলেন, ‘আমরা আপনাদের ২৪৯ টাকায় রাধে দেখার সুযোগ করে দিয়েছিলাম, যা সবারই সাধ্যের মধ্যে। তা সত্ত্বেও কিছু পাইরেটেড সাইটে বেআইনিভাবে রাধে দেখানো হচ্ছে, যা গুরুতর অপরাধ। সাইবার সেল এই সমস্ত বেআইনি সাইটগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।

‘আপনারাও দয়া করে এসব সাইট থেকে রাধে দেখবেন না। তাহলে আপনাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে সাইবার সেল। দয়া করে বুঝুন, আপনারাও আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এভাবে।’

যদিও সোশ্যাল মিডিয়ায় এভাবে সালমান খানের আইনি হুমকি ভালোভাবে নেয়নি নেটিজেনরা।

বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি। তার মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ থেকে সিনেমাটি দেখতে পারছেন বাংলাদেশের দর্শকরাও।

এ বিভাগের আরো খবর