ঈদ উৎসবে টেলিভিশন পর্দায় ফিরেছেন ন ডরাই খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। মহামারির কারণে বড়পর্দায় নতুন কোনো গল্প নিয়ে হাজির হতে না পারলেও মেতে উঠেছেন ছোট ছোট গল্পের খেলায়।
ঈদ উপলক্ষ্যে দীপ্ত টিভির সাত দিনের বিশেষ আয়োজন ‘গল্প গল্প খেলা’য় সাতটি টেলিভিশন ফিকশন নিয়ে হাজির হয়েছেন অংশু। এতে বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। প্রচার শুরু হয়ে গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।
সাকিব হাসান বাঁধনের চিত্রনাট্যে ঈদের প্রথম দিন প্রচারিত হয় ‘ইচিং বিচিং প্রাইভেট কোচিং’, দ্বিতীয় দিন ‘লাশে গেলাম ফেঁসে’, তৃতীয় দিন প্রচারিত হবে রুদ্র হকের চিত্রনাট্যে ‘জ্বীনের বিয়ে’ ও চতুর্থ দিন ‘মিঞাও’ এবং সাকিব হাসান বাঁধনের চিত্রনাট্যে ঈদের পঞ্চম দিন ‘বেঈমান পাখি’, ৬ষ্ঠ দিন ‘খাটাখাট’, ৭ম দিন প্রচার হবে ‘কিয়েক্টা অবস্থা’।
বিরতি ভেঙে ‘গল্প গল্প খেলা’ নিয়ে অংশু বলেন, ‘ন ডরাইয়ের পর এক-দেড় বছর করোনা মহামারিতে কিছুই করা হচ্ছিল না। তাই ভাবলাম একটু একটু করে কাজ শুরু করি।
‘ছোট ছোট কিছু ব্যতিক্রমী গল্প যেগুলোতে সিরিয়াস নোটে কিছু বলব না, একটু ফ্যান্টাসি থাকবে, একটু বার্তা থাকবে, অতিপ্রাকৃত কিছুও থাকবে আবার হাস্যরসও থাকবে। তেমন কিছু কাজ নিয়েই এ কাজ।’
পরিচালক তানিম রহমান অংশু ও কনটেন্টের পোস্টার। ছবি: সংগৃহীত
এর বিভিন্ন গল্পে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মিথিলা, তানজিন তিশা, মনোজ প্রামাণিক, লুৎফর রহমান জর্জ, তৌফিকুল হাসান নেহাল, সাদিকা স্বর্ণা, লোবা রহমান।
আলফা আই’র প্রযোজনায় টিএম প্রোডাকশানের নির্মাণে চলচ্চিত্রগুলো প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ১০টায়। দীপ্ত টিভি ছাড়াও এগুলো প্রচারিত হচ্ছে ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপে।