বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উদ্ধার হলো নোবেলের হ্যাকড ফেসবুক পেজ

  •    
  • ১৫ মে, ২০২১ ১৪:৪০

হ্যাকারের হুমকির কারণে অনেকক্ষণ সেসব স্ট্যাটাস সরাতে পারেননি নোবেল। ফেসবুক পেজটি নিয়ন্ত্রণে চলে আসার পর সব স্ট্যাটাস মুছে ফেলেছেন এই কণ্ঠশিল্পী।

একদিনের নানা ঝামেলার পর শনিবার নিজের ভেরিফেইড ফেসবুক পেজ হ্যাকারের কাছ থেকে উদ্ধার করতে পেরেছেন সংগীতশিল্পী নোবেল। বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে এ খবর নিশ্চিত করেন তরুণ এ কণ্ঠশিল্পী।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই ফেসবুক পেজ উদ্ধার করতে পেরেছি। আর কোনো সমস্যা নাই। কারা এটা করেছিল, তা জানা সম্ভব হয়নি।’

হ্যাকড হওয়া ভেরিফাইড পেজেও এ কথা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! ফেসবুক রিকভার্ড! ইয়েস!’

নোবেলের ভেরিফাইড ফেসবুক পেজে ঢুকে জেমস, ইথুন বাবু ও তাপসকে নিয়ে রেখা স্ট্যাটাসগুলো পাওয়া যায়নি। এগুলো হ্যাকার লিখেছিলেন বলে জানিয়েছিলেন নোবেল।

শুক্রবার হঠাৎ করেই নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও সংগীতাঙ্গনের কিছু বিষয় নিয়ে একের পর এক স্ট্যাটাস দেখা যায়। হঠাৎ এত বেপরোয়া হয়ে ওঠার কারণ তখনও অজানা ছিল সবার।

পরে সন্ধ্যার দিকে জানা যায়, নোবেলের ভেরিফাইড ফেসবুকটি হ্যাকড হয়েছে। আর সেসব কথা হ্যাকারই লিখেছেন।

হ্যাকারের হুমকির কারণে অনেকক্ষণ সেসব স্ট্যাটাস সরাতে পারেননি নোবেল। ফেসবুক পেজটি নিয়ন্ত্রণে চলে আসার পর সব স্ট্যাটাস মুছে ফেলেছেন এই কণ্ঠশিল্পী।

শেষ তার গাওয়া ‘অভিনয়’ গানটি প্রশংসিত হয়। ‘মেহেরবান’ নামের আরেক গান আছে প্রকাশের অপেক্ষায়।

ভারতের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সা রে গা মা পা- তে অংশগ্রহণ করে আলোচনায় আসেন এই শিল্পী।

এ বিভাগের আরো খবর