বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুবলীর ঈদের সাজ

  •    
  • ১৪ মে, ২০২১ ১৬:৪৭

বুবলী বলেন, ‘মেহেদী আমার ভীষণ পছন্দ, আর ঈদ মেহেদী ছাড়া যেন পূর্ণতা পায় না। যদিও শুটিংয়ের কারণে আসলে কনটিনিউইটি থাকে, মুভির কারণে খুব একটা দেয়া হয় না, কিন্তু মেহেদী আমার খুব ভালো লাগে।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত নায়িকা বুবলী। ঈদে ঘরের বাইরে না গেলেও বড় পর্দায় আছেন তিনি। তবে নতুন সিনেমা নয়, পুরনো সিনেমাতেই রুপালি পর্দা মাতাচ্ছেন এই নায়িকা।

সিনেমায় অভিনয়ের কারণে ইচ্ছে থাকলেও পছন্দের সাজে সাজতে পারেন না এই অভিনেত্রী। ঈদের মধ্যে সুযোগ পেতেই সেই আক্ষেপ ঘোচালেন তিনি। ঈদ উপলক্ষ্যে হাতে মেহেদী দিয়েছেন এ অভিনেত্রী।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মেহেদী আমার ভীষণ পছন্দ, আর ঈদ মেহেদী ছাড়া যেন পূর্ণতা পায় না। যদিও শুটিংয়ের কারণে আসলে কনটিনিউইটি থাকে, মুভির কারণে খুব একটা দেয়া হয় না, কিন্তু মেহেদী আমার খুব ভালো লাগে। সেজন্য আজ মেহেদী পরলাম।’

ভক্ত দর্শকদের উদ্দেশ্যে বুবলী বলেন, ‘আপনারা এ ধরনের ছোট ছোট আনন্দগুলো খুঁজে বের করুন। তাহলে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারব।’

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহ্বানও জানিয়েছেন এ নায়িকা। তিনি বলেন, ‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও কোভিডের কারণে আমাদের সবার মন ভীষণ খারপ। কিন্তু তার পরেও ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আমরা সবাই যে যার যায়গা থেকে, সচেতন থেকে, বাসায় থেকে, সেফ থেকে, পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্ত ভাগাভগি করে নিতে চাই।’

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে বুবলী বলেন, ‘আমরা জানি করোনায় কী কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা যেন সেগুরো মেনে চলি।’

এ বিভাগের আরো খবর