ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে নানা কিছু। কিছুদিন আগেই জানা গিয়েছিল ডিপজলের সৌভাগ্য সিনেমার সঙ্গে মুক্তি পাবে নারীর শক্তি সিনেমা। কিন্তু বৃহস্পতিবার জানা গেল নারীর শক্তি সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঞা আলাউদ্দিন। তিনি বলেন, ‘এবার ঈদে একমাত্র নতুন সিনেমা ডিপজল সাহেবের সৌভাগ্য। নারীর শক্তি নামে কোনো সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে বলে শুনিনি।’
সব ঈদের মতো এই ঈদেও চলবে পুরনো সিনেমা। যার মধ্যে শাকিব খান অভিনীত শাহেনশাহ ও বীর সিনেমা চলবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এছাড়া সিয়াম-পরীমনির বিশ্বসুন্দরী সিনেমাটিও দেখা যাবে ঈদে।
মোট কয়টি প্রেক্ষাগৃহে এবার সিনেমা প্রদর্শিত হবে জানতে চাইলে মিঞা আলাউদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘এটা এখনই বলা মুশকিল। কারণ রাত পর্যন্ত এই সংখ্যা পরিবর্তন হতে থাকবে। এখন পর্যন্ত মনে হচ্ছে নব্বই থেকে একশর মতো প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শিত হবে।’
তিনি আরও জানান, ‘ডিপজল অভিনীত সৌভাগ্য সিনেমাটি ৪০ থেকে ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। শাকিব খানের বীর ৪-৫টি এবং শাহেনশাহ সিনেমাটি মুক্তি পেতে পারে ১৫টির মতো প্রেক্ষাগৃহে।’
বিশ্বসুন্দরী সিনেমা সংশ্লিষ্ট সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে সিনেমাটি ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
যেসব সিনেমাহলে দেখা যাবে সিনেমাটি- আলোছায়া (শরীয়তপুর), আনন্দ (কুলিয়ারচর), মৌচাক (ভাঙ্গুরা), চলন্তিকা (গোপালদী), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ), মনামী (খোকসা), নিউ রজনীগন্ধা (চালা), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রূপকথা (শেরপুর), সোহাগ (ঘোড়াশাল), ছন্দা (পটিয়া), ছন্দা (হাসনাবাদ), তিতাস (পটুয়াখালী), তুলি (নাভারণ), ডায়মন্ড (বোয়ালমারী), পড়শী (লাকসাম)।