মাধুরী দীক্ষিতের সৌন্দর্যে এক কথায় মুগ্ধ সবাই। নব্বইয়ের দশকে ছিলেন ক্যারিয়ারের শীর্ষে। ভারত তো বটেই তার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন এদেশের দর্শকরাও।
এখন তার বয়স ৫৩ বছর। তবুও তার সৌন্দর্যের জৌলুস কমেনি। এখনও তাকে দেখে ভিমরী খাওয়ার মতো অবস্থা যে কোনো বয়সী দর্শকদের।
সম্প্রতি রুপালি রঙে সেজেছেন তিনি। শাড়ি, ব্লাউজ, কানের দুল, চুড়ি- সবই রুপালি রঙের। ইনস্টাতে তিনটি ছবি দিয়ে আবারও তাক লাগিয়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।
রুপালি রঙে হাজির হওয়ার বিশেষ কোনো কারণ না জানা গেলেও তিনি যে আবার রুপালি পর্দায় ফিরছেন তা নিশ্চিত। কারন তিনি নিজেই ইনস্টাতে লিখেছেন, ‘সেটে ফিরলাম’।
কোন কাজে ফিরলেন তা নিশ্চিত না করলেও ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওটিটিতে কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। নেটফ্লিক্সে শুরু হতে যাচ্ছে তার নতুন কাজ। প্রজেক্টির নাম ফাইন্ডিং অনামিকা। এতে মাধুরীর সঙ্গে অভিনয় করবেন মানব কল এবং সঞ্জয় কাপুর।
নেটফ্লিক্সে প্রথমবার কাজ করতে যাচ্ছেন মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত
কিছু দিন আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন মাধুরী। সুরক্ষা আগে, তার পর কাজ। এই মন্ত্রে বিশ্বাসী অভিনেত্রী সেটে ফিরলেন।