বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে বাংলাদেশে সালমানের সিনেমা ‘রাধে’

  •    
  • ১১ মে, ২০২১ ১৬:০৮

ঈদ মানেই সালমান খানের সিনেমা। আর ভাইজানের সিনেমা মানেই ধামাকা আর বক্স অফিসে ঝড়। করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকে সালমানের কোনো সিনেমাই মুক্তি পায়নি। তাই দর্শকরা মুখিয়ে আছেন সালমান খানের সিনেমা দেখার জন্য।

ঈদে বাংলাদেশি দর্শকদের জন্য থাকছে বলিউড চমক। দেশের দর্শকরা দেখতে পাবেন বলিউড ভাইজান সালমান খান অভিনীত সিনেমা। হ্যাঁ, ঈদ উপলক্ষ্যে ভাইজানের রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি দেখতে পাবেন এদেশের দর্শক।

তবে সিনেমা হলে নয়। রাধে সিনেমাটি ঈদ উপলক্ষ্যে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। ১৩ মে সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই দেশের জিফাইভ গ্রাহকরা সিনেমাটি দেখতে পাবেন।

জিফাইভের ফেসবুক পেজে এতথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি জিফাইভের পেজ থেকে রাধের পোস্টার ও ভিডিও প্রকাশ করার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টার ও ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। জিভাইভের সঙ্গে উদযাপন করুন আপনার ঈদ।’

এ উপলক্ষ্যে বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ কম্বো অফার দিয়েছে জিফাইভ। অফারটি হলো- ৭২০ টাকায় রাধেসহ পুরো এক বছর কনটেন্ট দেখার সুযোগ।

ঈদ মানেই সালমান খানের সিনেমা। আর ভাইজানের সিনেমা মানেই ধামাকা আর বক্স অফিসে ঝড়। করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকে সালমানের কোনো সিনেমাই মুক্তি পায়নি। তাই দর্শকরা মুখিয়ে আছেন সালমান খানের সিনেমা দেখার জন্য।

সংবাদবিজ্ঞপ্তিতে জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বিশ্বজুড়ে সমাদৃত সালমান খানের সিনেমা। দেশজুড়ে ভক্তরা অপেক্ষায় রয়েছেন এ সিনেমাটি দেখার জন্য। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশি দর্শকদের জন্য জিফাইভে ছবিটি মুক্তি দিতে পেরে এবং ঘরে বসে নিরাপদে সুপারস্টার সালমানের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা দেখার সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ আমাদের কাছে সব সময় অগ্রাধিকার পায়। আমাদের লক্ষ্য সবচেয়ে বড় ব্লকবাস্টার এবং সেরা অফার নিয়ে দেশের প্রত্যেক অনলাইন স্ক্রিনে পৌঁছানো, যাতে মানুষ এ কনটেন্ট উপভোগ করতে পারে।’

সংবাদবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বের অন্যান্য দেশে সিনেমা হলে মুক্তির পর জিফাইভে দেখা যাবে রাধে। একমাত্র বাংলাদেশেই সিনেমাটি মুক্তি পাচ্ছে ডিজিটালি।

প্রভু দেবা পরিচালিত সিনেমাটি প্রযোজনাও করেছেন সালমান খান। রাধে-দ্য মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি নিয়ে বড় বাজি ধরেছেন সালমান খান। সিনেমাটি তিনি বিক্রি করে দিয়েছেন জি স্টুডিওর কাছে। স্যাটেলাইট, ভারত ও ভারতের বাইরে থিয়েট্রিক্যাল রিলিজ, ডিজিটাল এবং মিউজিক স্বত্বসহ সিনেমাটি বিক্রি হয়েছে ২৩০ কোটি রুপিতে।

প্রথমে রাধে-দ্য মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি প্রদর্শনের দায়িত্ব নেয়ার কথা ছিল যশরাজ ফিল্মসের। প্রতিষ্ঠানটি কমিশন সিস্টেমে ভারত ও ভারতের বাইরে সিনেমাটির ডিস্ট্রিবিউশন করে দিত। কিন্তু এখন আর তা হচ্ছে না। ডিস্ট্রিবিউশনের দায়িত্ব এখন জি স্টুডিওর।

রাধে-দ্য মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাতে নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। খল চরিত্রে আছেন রানদিপ হুদা এবং পুলিশের চরিত্রে জ্যাকি শ্রোফ।

১৩ মে ভারতসহ ৪০টি দেশে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

এ বিভাগের আরো খবর