ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে সিনেমা কসাই। অনন্য মামুন পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব, নবাগত প্রিয়মনি, রাশেদ মামুন অপু, নওশাবা, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির।
তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। অ্যাবশন থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আই থিয়েটারে। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অনন্য মামুন।
তিনি বলেন, ‘ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা নির্দিষ্ট করে বলতে পারছি না। আজ (১১ মে) বিকাল চারটায় সিনেমার ট্রেলার প্রকাশ পাবে। আশা করছি সবার ভালো লাগবে।’
দর্শকরা আই থিয়েটার অ্যাপ ডাউনলোড করে তা সাবস্ক্রিপশন করে সিনেমাটি দেখতে পারবেন সর্বনিম্ন ২০ টাকায়।
অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। এক দিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা। অ্যাপটির মাসিক ও বাৎসরিক সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১৫০ ও ৬০০ টাকা।
কসাই সিনেমার পরিচালক অনন্য মামুনের সঙ্গে (বাঁয়ে) অভিনেতা রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত
কসাই সিনেমাটি মার্চ মাসে সেন্সর পেয়েছে। তাই অ্যাপের পরে পরিচালক-প্রযোজক সহজেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারবেন।
সিনেমায় কসাইয়ের ভূমিকায় দেখা যেতে পারে রাশেদ মামুন অপুকে। নিউজবাংলাকে তিনি বলেছিলেন, ‘চরিত্রটা অবশ্যই একটা খলচরিত্র। কিন্তু তার পেশা কী সেটা এখনই বলতে চাই না। চরিত্রটির অনেক বৈশিষ্ট্য আছে।’
তাসনুভা আনান শিশিরকে নিয়ে কসাই সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশিরের। সিনেমায় তাকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। নিউজবাংলাকে তেমনটাই জানিয়েছিলেন তিনি।