বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমার মা, চঞ্চল চৌধুরী আমার ভাই’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ মে, ২০২১ ১৪:০৫

চঞ্চল চৌধুরী তার মা ক্যাপশনের পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ভ্রাতা ও ভগ্নিগন...আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি??? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’। ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক... আসুন, সবাই মানুষ হই।’

রোববার ছিল মা দিবস। সাধারণ থেকে শুরু করে তারকারা মাকে নিয়ে তাদের আবেগ অনুভূতির কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশের জনপ্রিয় ও গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীও ‘মা’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেন ফেসবুকে।

সেই ছবির মন্তব্যে সাম্প্রদায়িক আক্রমণের শিকার হয়েছেন এই অভিনেতা। ছবিতে চঞ্চলের মায়ের মাথায় সিঁদুর দেখে বাজে মন্তব্য করেছেন কেউ কেউ।

মায়ের ছবিতে এমন সাম্প্রদায়িক আক্রমণে ক্ষুব্ধ দেশের তারকাশিল্পীরা। ফেসবুকে এমন মন্তব্যের প্রতিবাদ করেছেন অনেকেই। ‘আমার মা, চঞ্চল চৌধুরী আমার ভাই’ শিরোনামে প্রতিবাদে নেমেছেন তারা।

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার মা, চঞ্চল চৌধুরী আমার ভাই। হ্যাশট্যাগ স্টপ সাইবারবুলিং, হ্যাশট্যাগ হোক প্রতিবাদ।’

হালের নামকরা পরিচালক মিজানুর রহমান আরিয়ানও একই শিরোনামে ও হ্যাশট্যাগে প্রতিবাদ জানিয়েছেন।

জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘কোনো সমস্যা? চঞ্চল চৌধুরী আমাদের ভাই।’ প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘চঞ্চল চৌধুরী তার মায়ের সঙ্গে অসামান্য এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক আক্রমণের শিকার হয়েছেন। তাদের মা ছেলের অপার্থিব নির্মল হাসির বিপরীতে এই আক্রমণ মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ এক জাতি সম্পর্কে আমাদের উদ্বিগ্ন করে!’

ঊনপঞ্চাশ বাতাস খ্যাত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল এ বিষয়ে তার দীর্ঘ মন্তব্য দিয়েছেন। তিনি লিখেছেন, ‘কেবল সাম্প্রদায়িকতা নয়, মানুষের পরশ্রীকাতরতা এখন রীতিমতো মানসিক বিকারের পর্যায়ে পৌঁছেছে। নিজের স্বজাতিকে নানা কারণে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষ আনন্দ পায়। সর্ববিষয়ে ট্রল করার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। আমি চেষ্টা করেছি ঘটনার গভীরে যেতে, খুব গভীরে যেতে হয়নি তার আগেই সম্ভবত এই বিকৃতির অন্যতম কারণ আবিষ্কার করে ফেলেছি।’

চঞ্চল চৌধুরীর সহকর্মী, বন্ধু ও অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘ধর্ম/ জন্ম/কর্ম মানুষের জন্মগত অধিকার। কিছু মেধাহীন/ গুণহীন কুলাঙ্গার এ সত্য নয় শুধু, সংস্কৃতির সৌন্দর্য এবং প্রফেশনের দায়িত্ব নিয়েও কুৎসিত মন্তব্য করে, তাদের কদর্য মানসিকতাই প্রকাশ করে।’

অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, ‘কাকি মা, আশীর্বাদ করেন, যাতে আমরা গহিনের আলোর স্নানে বৈষম্যের শিকড়টা উপড়ে ফেলতে পারি। অন্তত চেষ্টাটা চালিয়ে যেতে পারি, আমাদের ক্ষমা করবেন।’

এ নিয়ে চঞ্চল চৌধুরী তার মা ক্যাপশনের পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ভ্রাতা ও ভগ্নিগন...আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি??? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’। ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক... আসুন, সবাই মানুষ হই।’

এ বিভাগের আরো খবর