বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তারকাদের মা দিবস

  •    
  • ৯ মে, ২০২১ ১৬:৫১

এ ক্ষেত্রে অন্য সবার থেকে আলাদা নয় তারকারাও। তাইতো ‘মা দিবসে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছে তারকারা।

জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের জীবনে যে মধুর শব্দটি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, সেটি হলো মা। সন্তানের জন্য মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশের দিনক্ষণের হয়তো প্রয়োজন হয় না। তবু শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় ‘বিশ্ব মা দিবস’।

অন্য সব দিনের চেয়ে এ দিনটিতে সন্তানরা মায়েদের প্রতি একটু অন্যভাবে শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করেন।

কেউ কেউ মাকে ফুল, কার্ড ও বিভিন্ন রকমের উপহার দেন। কেউ আবার কেক কেটেও মায়ের প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

কেউ বা এত আয়োজনে না করে শুধুই বলেন, ‘তোমাকে ভালোবাসি মা।’

এ ক্ষেত্রে অন্য সবার থেকে আলাদা নয় তারকারাও। তাইতো ‘মা দিবসে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছে তারকারা।

মায়ের সঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী মা দিবসে তার মায়ের সঙ্গে একটি ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করেছে। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘মা’। সেই সঙ্গে একটি ভালোবাসার ইমো।

এদিকে মাকে সঙ্গে নিয়ে কেক কেটে মা দিবস পালন করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেটির ভিডিও ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি।

মা দিবসে কেক কাটার মুহূর্তে মা ও ছোট বোনের সঙ্গে অভিনেত্রী ভাবনা

হাসি ও ভালোবাসার ইমো জুড়িয়ে দিয়ে ছবিটির ক্যাপশনে ভাবনা লিখেছেন, হ্যাপি মাদার্স ডে টু মাই অভিমানী, অহংকারী, বাড়িআলী আম্মু। আমরা তোমাকেই সবচেয়ে বেশি ভালবাসি বুঝেছো। আম্মু প্লিজ একটু রাগটা কমাও।’

নিজের ফেসবুক পেজে মায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

মায়ের সঙ্গের সংগীত শিল্পী ইমরান

মাকে ভালোবাসার কথা ইমরান লিখেছেন, ‘পৃথিবীর সকল মা ভালো থাকুক। সকল মা-দের জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা।’

এদিকে এ সময়ে বড় পর্দায় জনপ্রিয় মুখ পূজা চেরিও মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

মায়ের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরি

নিজের ফেসবুক পেজে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। দুইটি ভালোবাসার ইমো দিয়ে সেটির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে।’

এ বিভাগের আরো খবর