নির্মাতা রায়হান রাফি নিউজবাংলাকে জানিয়েছিলেন তানজিন তিশা থাকছেন তার পরিচালিত দ্য ডার্ক সাইড অব ঢাকা নামের নতুন ওয়েব ফিল্মে। কিন্তু শনিবার জানালেন তানজিন তিশা নয়, ওয়েব ফিল্মে তার জায়গায় কাজ করছেন নাজিফা তুষি।
নিউজবাংলাকে রাফি জানান, তিশার সঙ্গে সিডিউলসহ আরও কিছু বিষয় না মেলায় নতুন অভিনেত্রী নিতে হয়েছে। আর সেই নতুন অভিনেত্রী হলেন নাজিফা তুষি। এর আগে রাফির পরিচালনায় কাছে আসার গল্পের একটি নাটকে কাজ করেছেন তুষি।
শনিবার বিকালে ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেছেন রাফি। এটি দ্য ডার্ক সাইড অব ঢাকা ওয়েব ফিল্মের অফিশিয়াল পোস্টার বলে জানান পরিচালক। সেই পোস্টারেও তুষির নাম পাওয়া গেছে। সেখানে আরও আছে রাশেদ মামুন অপু, তশা মির্জা ও মনোজ প্রামানিকের নাম।
পাঁচটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব ফিল্মটি। একেক অভিনয়শিল্পী থাকবেন একেক গল্পে। তুষি ও মনোজের একটি গল্পে থাকার কথা জানিয়েছেন পরিচালক। তমা মির্জা, রাশেদ মামুন অপু, শরাফ আহমেদ জীবন, খায়রুল আলম সবুজ লিড করবেন অন্য গল্পগুলো।
ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা নবম দিন এটি মুক্তি পাবে বলে জানান পরিচালক। এটি সম্পর্কে রাফি নিউজবাংলাকে বলেছিলেন, ‘ওয়েব কনটেন্ট জানোয়ার প্রকাশের পর সবার আরও কিছু চাওয়া ছিল। আশা করছি ওয়েব ফিল্মটি দর্শকের সেই চাহিদা পূরণ হবে। ঢাকাকে আমরা নানাভাবে দেখেছি। আমাদের নতুন সিনেমায় ঢাকার আরেকটি অন্ধকার রূপ দেখা যাবে।’
দ্য ডার্ক সাইড অব ঢাকা ওয়েব ফিল্মের পোস্টার। ছবি: সংগৃহীত
ওয়েব ফিল্মটির ঘোষণা পোস্টে রাফি লিখেছিলেন, ‘ঢাকা। প্রানের শহর, স্বপ্নের শহর। এই প্রানের শহরেই চলে নানা রকম লিলাখেলা এখানে কত নিষ্প্রান মানুষ ঘুরে বেড়ায়, আছে কত স্বপ্ন ভঙ্গ কথন। লাল নীল আলোয় আলোকিত ঢাকারও রয়েছে গাঢ় অন্ধকার একটা অধ্যায়।’