ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাবে কিনা তা নিয় সংশয় এখনও কাটেনি। নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, সিনেমা মুক্তি পাবে না কি পাবে না। হল মালিকরা সিনেমা চাইলেও প্রযোজকরা আর্থিক ক্ষতির শংকায় তাদের সিনেমা মুক্তি দিতে চাইছেন না।
আবার নিশ্চিত করে বলছেনও না যে তারা সিনেমা মুক্তি দেবেন না। এই পরিস্থিতিতে ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা শান নিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না বলে সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন প্রযোজক।
শনিবার দুপুরে নিউজবাংলাকে শান সিনেমার প্রযোজক আজাদ খান বলেন, ‘আমরা অনেকের সঙ্গেই কয়েকদফা আলোচনা করেছি। আলোচনা করে আমরা শান সিনেমাটি মুক্ত না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনার এমন পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিতে চাই না।’
তিনি আরও নিশ্চিত করেছেন যে, শান সিনেমাটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার কোনো পরিকল্পনা নেই তার।
এম রাহিম পরিচালিত শান সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, তাসকীন রহমান। সিনেমাটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। গত বছরের ঈদেও সিনেমাটি মুক্তির কথা ছিল কিন্তু করোনার কারণে মুক্তি পিছিয়ে যায়।
শান সিনেমার দৃশ্যে সিয়াম আহমেদ ও পূজা চেরী। ছবি: সংগৃহীত
ঈদের মুক্তির ইচ্ছা থাকলেও করোনা পরিস্থিতির কারণে শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটি মুক্তি পাচ্ছে না। ঈদে শাকিব খানের আরও একটি সিনেমা আসার কথা আছে। সিনেমাটির নাম বিদ্রোহী। এর প্রযোজক সেলিম খান চূড়ান্ত করে বলেননি যে সিনেমাটি মুক্তি পাচ্ছে না কি পাচ্ছে না।
মিশন এক্সট্রিম সিনেমার দৃশ্যে আরিফিন শুভ ও ঐশী। ছবি: সংগৃহীত
মিশন এক্সট্রিম সিনেমার গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও পরিচালক সানি সানোয়া নিউজবাংলাকে বলেন, ‘প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা চূড়ান্ত করে বলতে পারছি না। আমাদের কাছে একাধিক প্রস্তাব এসেছে, সেগুলো নিয়েও ভাবছি।’ প্রস্তাবগুলো কী, তা জানাননি তিনি।