বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেলিম ওভাররেটেড, বাপ্পী অল্পতেই স্টার: শাহীন সুমন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ মে, ২০২১ ১৪:১৬

প্রত্যেকটি পুলেই ভোট পড়েছে। তবে সবচেয়ে প্রয়োজনীয় দুটি পুল ১ ও ৪ এর ভোট ব্যবধান অনেক। ১ নম্বর পুল অর্থাৎ ‘একমত না’ ২৫৭ জন আর ৪ নম্বর অর্থাৎ ‘একমত’ ২৭ জন।

চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহীন সুমন। বেশ অনেকগুলো ব্যবসা সফল সিনেমার পরিচালক তিনি। গুণী নির্মাতা হিসেবে নামডাকও আছে তার।

এই নির্মাতা মনে করেন মনপুরা ও স্বপ্নজাল খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ওভাররেটেড।

নির্মাতা শাহীন সুমনকে তিনশ সেকেন্ড নামের এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়- আপনার সমসাময়িক পরিচালকদের মধ্যে আপনার কাকে মনে হয় সবচেয়ে ওভাররেটেড। যে আসলে এত বড় পরিচালক হবার যোগ্য না, কিন্তু সমাজ ব্যবস্থা তাকে বড় নামে বা জায়গায় পৌঁছে দিয়েছে।

প্রশ্নের উত্তরে শাহীন সুমন বলেন, ‘নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।’

শাহীন সুমন জানান, তার পরিচালিত ৫০টি সিনেমার ২২টিতে অভিনয় করেছেন শাকিব খান। বাকি সিনেমায় নতুন নায়ক নায়িকারা কাজ করেছেন। তার দাবি, সময়ের নামকরা ও জনপ্রিয় অভিনয়শিল্পী মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, ইমন, নিরব তার হাত ধরেই সিনেমায় এসেছেন।

কিন্তু নতুন এ শিল্পীদের সিনেমায় ভালো সুযোগ দিয়ে পরে আর পরিচর্যা করেননি, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাহীন সুমন বলেন, ‘আমি মাহিকে নিয়ে কাজ করছি। এসময়ের নায়িকাদের মধ্যে তিনি শক্ত অবস্থানে আছেন।’

নায়ক বাপ্পীকে নিয়ে শাহীন সুমন বলেন, ‘বাপ্পীকে নিয়ে তিনটি সিনেমায় কাজ করার পরে আর করিনি। কারণ সে অল্পতে নিজেকে স্টার মনে করা শুরু করেছিল। যার কারণে তার অধপতন খুব দ্রুত হয়েছে। যাদের সঙ্গে কাজ করতে গেছে, সে নিজেকে সবসময় শাকিব খান ভাবত। এই ভাবনাটা সবচেয়ে ভুল।’

শাহীন সুমনের এমন দুটি মন্তব্যের মধ্যে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে নিয়ে করা মন্তব্য নিয়ে জরিপ শুরু করেছে সিনেমাপ্রেমীরা। অনলাইনে সিনেমারপ্রেমীদের ‘বাংলা চলচ্চিত্র’ গ্রুপে পুল খোলা হয়েছে।

‘শাহীন সুমনের এ মন্তব্য কতটুকু যুক্তিসঙ্গত?’ ‘এ ব্যাপারে আপনি কি বলবেন?’ ‘আপনার কি মনে হয়???’ এমন সব প্রশ্ন রেখে চলছে ভোট গ্রহণ।

ভোটের জন্য বেশ কিছু পুল খোলা হয়েছে এবং পুলের সংখ্যা বাড়ছে। এগুলোর মধ্যে প্রয়োজনীয় ও মজার পুলগুলো হলো- ১) একমত না, ২) হু ইজ শাহীন, ৩) গিয়াস উদ্দিন সেলিম, নাসিরউদ্দিন ইউসুফ উনাদের মুভি বোঝার মতো ঘিলু সুমন সাহেবের মাথায় নাই। উনি এসব না করে বাপ্পীর সাথে প্রেম সিরিজ করলেই ভালো হয়, ৪) একমত, ৫) চিনি না ওনাকে, কোনোদিন নামও শুনিনি, ৬) ইগনোর ‘৩০০ সেকেন্ড’, ৭) দুইটার একটার সম্মন্ধেও ধারণা নাই, ৮) যার বেল নাই তার নাম শাহীন সুমন।

প্রত্যেকটি পুলেই ভোট পড়েছে। তবে সবচেয়ে প্রয়োজনীয় দুটি পুল ১ ও ৪ এর ভোট ব্যবধান অনেক। ১ নম্বর পুল অর্থাৎ ‘একমত না’ ২৫৭ জন আর ৪ নম্বর অর্থাৎ ‘একমত’ ২৭ জন।

এছাড়া ২ নম্বরে ২০৯ জন, ৩ নম্বরে ১১৩ জন, ৫ এ ১৫, ৬ এ ১৩, ৭ এ ৬ ও ৮ এ ৩টি ভোট পড়েছে। প্রত্যেক পুলেই ভোটের সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে।

শাহীন সুমনের এমন মন্তব্যের প্রেক্ষিতে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও নায়ক বাপ্পীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর