বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিয়েবার্ষিকীর খরচ যাবে ত্রাণ তহবিলে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ মে, ২০২১ ১৪:২৪

বিয়েবার্ষিকীতে খরচ না করে সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফান্ডে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিতু ও নবনিতা। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান তারা।

বিয়ের দিনটা বিশেষ। অনেকেই দিনটিকে মনে করেন এবং উদযাপন করেন। তারকা দম্পতির ক্ষেত্রে বিয়ের দিন উদযাপনের ঘটনা একটু বেশি দেখা যায়। কিন্তু দুর্ভাগ্য জিতু-নবনিতা দম্পতির। করোনার মধ্যে পড়েছে তাদের দ্বিতীয় বিয়েবার্ষিকী।

দুবছর আগে ৭ মে বিয়ে হয় কলকাতার এই দুই টেলিভিশন তারকার। বেশ ধুমঝামেই বিয়ে হয় তাদের। কিন্তু প্রথম ও দ্বিতীয় বিয়েবার্ষিকী উদযাপন ভেস্তে দিয়েছে করোনা।

বিয়ের মতো না হোক, বিয়েবার্ষিকী উদযাপনে কিছু তো খরচ হতোই। ঘুরতে যাওয়া কিংবা বড় আয়োজন করা হতো নিশ্চয়ই। কিন্তু করোনার কারণে সবার মনই এখন খারাপ। এর মধ্যে কোনো আয়োজনেই সায় দিচ্ছে না মন।

তাই বিয়েবার্ষিকীতে খরচ না করে সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফান্ডে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিতু ও নবনিতা। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান তারা।

বিয়েবার্ষিকী উপলক্ষ্যে ভক্তদের সঙ্গে কেক কেটেছেন দম্পতি। কেকের উপর লেখা ছিল, ‘আমার রাগী বৌকে বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা।’ শুক্রবার সকালে আরেকটি পোস্টে জিতু তাদের দুই বছরের সংসার জীবনের গল্প বলেছেন।

২০১৯ সালের ৭ মে বিয়ে হয় জিতু ও নবনিতার। ছবি: সংগৃহীত

জিতু লিখেছেন, ‘গরম খুন্তি নাড়তে নাড়তে হাতের তালুতে ঝোলের স্বাদ নিজের অজান্তেই নিতে শিখে গেছে। কলিং বেলের শব্দ শুনে বাইরে কে সহজেই আজ অনুধাবন করতে পারে। দু’বছরের মধ্যেই নিজের সবটুকু উজাড় করে সংসার আগলাতে শিখে ফেলেছে দুনিয়ার আর বাকি সংসারীদের মতোই!’

আফসোসও করেছেন জিতু। লিখেছেন, ‘বিয়ের প্রথম ও দ্বিতীয় বছরে অতিমারির কারণে নবনীতা বুঝতেই পারল না, কাকে বলে বিবাহবার্ষিকী!’

এ বিভাগের আরো খবর