তারকা দম্পতি আনুশকা শর্মা ও ভিরাট কোহলি। স্ত্রী বলিউডের নামকরা অভিনেত্রী ও প্রযোজক আর স্বামী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সম্প্রতি মা-বাবা হয়েছেন তারা।
দুজনেই ফিরেছেন। অনুশকা ফিরেছেন মাতৃত্বের তৃপ্তি নিয়ে আর কোহলি ফিরলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে। ফিরেই নতুন পরিকল্পনার কথা জানালেন ভিডিও বার্তায়।
করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারত। অদৃশ্য ভাইরাসের কাছে এখন অসহায় মানুষ। সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই তাদের নতুন উদ্যোগ। বিধ্বংসী এ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনলাইনে তহবিল সংগ্রহ করবেন এ দম্পতি।
আনুশকা ও কোহলি মিলে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে তারা বলেছেন, ‘আমরা অবশ্যই এই যুদ্ধে জিতব, যদি সবাই মিলে পাশে থাকি। ছোট ছোট পদক্ষেপ আমাদের এগিয়ে নিয়ে যাবে। একসঙ্গে কাজ করার এখনই সময়।’
তারা আরও বলেন, ‘দেশের এই পরিস্থিতি যারা দিন রাত পরিশ্রম করছেন, তাদের পাশে আমাদের দাঁড়ানোর সময় এসেছে। আনুশকা এবং আমি (ভিরাট কোহলি) অর্থ সংগ্রহ করব।’
তারা জানান, অর্থ সংগ্রহ করা হবে কেটোর মাধ্যমে। কেটো হলো ভারতের অনলাইন অর্থ সংগ্রহের একটি প্ল্যাটফর্ম। আর এই অর্থ জমা হবে কেটোর এসিটিগ্র্যান্ট বা অ্যাক্টগ্র্যান্টে। এরই মধ্যে তহবিলে দুই কোটি রুপি দান করেছেন এই দম্পতি। লক্ষ্য সাত কোটি রুপি সংগ্রহ করা।
বৃহস্পতিবার মুম্বাই ফিরেই কোহলি দেখা করেছেন শিব সেনার যুব দলের সদস্য রাহুল কানালের সঙ্গে। কোভিডে আর্তদের সাহায্য করতে সাধ্যমতো সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
শিব সেনার যুব দলের সদস্য রাহুল কানাল (বাঁয়ে) ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
টুইটারে কোহলির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন রাহুল। সেখানে লেখেন, ‘আমাদের অধিনায়কের সঙ্গে দেখা করলাম। কোভিডে সাহায্যের জন্য তার চেষ্টার জন্য অনেক শ্রদ্ধা ও ভালবাসা। তার প্রচেষ্টার প্রশংসা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।’
কোহলিকে এতদিন খেলার মাঠে নিয়মিতই দেখা গেছে। কিন্তু মা হবার পর আনুশকা ছিলেন আড়ালেই। শুক্রবার প্রকাশ করা ভিডিওতে তার দেখা পাওয়া গেল। নায়িকার চেয়ে মা’য়ের সৌন্দর্যই ফুটে উঠেছে তার মধ্যে।