টালি-বলির জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বিজেপির হয়ে কাজ করেছেন তিনি। প্রার্থী না হলেও প্রচারে অংশ নিয়েছেন এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের মানিকতলা থানায় মিঠুনের বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করা হয়েছে। নির্বাচনী প্রচারে অভিনেতার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার এ অভিযোগ এনেছে উত্তর কলকাতা যুব তৃণমূল। একই অভিযোগ আনা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও।
‘বাংলার ভালর জন্যই রাজনৈতিক দল বদলে বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছিলেন মিঠুন। এর আগে তিনি তৃণমূলের রাজনীতি করতেন।
বিজেপির ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। সেখানে বক্তৃতা দিতে গিয়ে নিজের অভিনীত সিনেমার কয়েকটি জনপ্রিয় সংলাপ বলেন এ অভিনেতা।
সংলাপগুলোর মধ্যে সবার প্রথমে ছিল ‘আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি’- এই সংলাপটি। এর পর তিনি বলেন, ‘আমি জানি আপনারা কোন ডায়লগটি শুনতে অপেক্ষা করছেন।’ এ কথা বলেই তিনি ‘মারব এখানে, লাশ পরবে শ্মশানে’ সংলাপটি শোনান এবং বলেন, ‘এটা তো চলতেই থাকবে। এবার একটা নতুন ডায়লগ শোনাই।
এই বলে তিনি শোনান, ‘আমি জল ঢোঁড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’ হর্ষ ধ্বনিতের ফেটে পড়েন সমাবেশে আসা জনগণ।
এফআইআরে বলা হয়েছে, ওই সংলাপেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। একজন তারকা হিসাবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন।
নির্বাচনী প্রচারের ময়দানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ‘জায়গায় জায়গায় শীতলখুচি’ হবে বলে মন্তব্য করেছিলেন। তার বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।