বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাফির ওয়েব সিনেমায় আছেন যারা

  •    
  • ৬ মে, ২০২১ ২১:১৮

পরিচালক জানান, তানজিন তিশা ও মনোজ প্রামাণিক থাকবেন একটি গল্পে। তমা মির্জা, রাশেদ মামুন অপু, শরাফ আহমেদ জীবন, খায়রুল আলম সবুজ লিড করবেন বাকি চারটি গল্প।

কিছুদিন আগেই জানা গিয়েছিল রায়হান রাফি নির্মাণ করছেন ওয়েব ফিল্ম দ্য ডার্ক সাইড অব ঢাকা। ওয়েব সিনেমাটির ঘোষণা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

এবার জানা গেল ওয়েব ফিল্মটির অভিনয়শিল্পীদের নাম। এতে অভিনয় করছেন তানজিন তিশা, তমা মির্জা, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শরাফ আহমেদ জীবন, খায়রুল আলম সবুজ।

শিল্পীদের নাম নিউজবাংলার কাছে প্রকাশ করেছেন পরিচালক নিজেই। রাফি বলেন, ‘পাঁচটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব ফিল্ম। একেক অভিনয়শিল্পী একেক গল্পে থাকবেন।’

তিনি জানান, তানজিন তিশা ও মনোজ প্রামাণিক থাকবেন একটি গল্পে। তমা মির্জা, রাশেদ মামুন অপু, শরাফ আহমেদ জীবন, খায়রুল আলম সবুজ লিড করবেন বাকি চারটি গল্প।

দ্য ডার্ক সাইড অব ঢাকা ওয়েব সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। এর দৃশ্যধারণ চলবে আরও কিছুদিন। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা নবম দিন এটি মুক্তি পাবে বলে জানান পরিচালক।

খায়রুল আলম সবুজ (বাঁয়ে), শরাফ আহমেদ জীবন ও রাশেদ মামুন অপু। ছবি কোলাজ: নিউজবাংলা

এটি সম্পর্কে রাফি নিউজবাংলাকে বলেছিলেন, ‘ওয়েব কনটেন্ট জানোয়ার প্রকাশের পর সবার আরও কিছু চাওয়া ছিল। আশা করছি ডার্ক সাইড অব ঢাকা দর্শকের সেই চাহিদা পূরণ হবে। ঢাকাকে আমরা নানাভাবে দেখেছি। আমাদের নতুন সিনেমায় ঢাকার আরেকটি অন্ধকার রূপ দেখা যাবে।’

ডার্ক সাইড অব ঢাকা কনটেন্টের টিজারের ছবি (বাঁয়ে) ও পরিচালক রায়হান রাফি। ছবি: সংগৃহীত

ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন রাফি, তাতে তিনি লিখেছিলেন, ‘ঢাকা। প্রানের শহর, স্বপ্নের শহর। এই প্রানের শহরেই চলে নানা রকম লিলাখেলা এখানে কত নিষ্প্রান মানুষ ঘুরে বেড়ায়, আছে কত স্বপ্ন ভঙ্গ কথন। লাল নীল আলোয় আলোকিত ঢাকারও রয়েছে গাঢ় অন্ধকার একটা অধ্যায়।'

এ বিভাগের আরো খবর