বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি প্রযোজক, এটা বলতে লজ্জা লাগে: মাহি

  •    
  • ৬ মে, ২০২১ ২০:০৮

এইডা কপাল সম্পর্কে মাহি বলেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’

এবার প্রযোজক হয়ে ধরা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ওয়েব কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি। কনটেন্টেটির নাম এইডা কপাল।

ত্রিশ মিনিট দৈর্ঘ্যের কনটেন্টটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এর টিজার প্রকাশ হয়েছেন অনলাইনে। গতবছর হয়েছে এর শুটিং।

হঠাৎ প্রযোজনা করা প্রসঙ্গে নিউজবাংলাকে মাহি বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হাঠৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’

এইডা কপাল সম্পর্কে মাহি বলেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’

এর শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করে মাহি বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা শুটে যাব, তখন থেকে টানা বৃষ্টি। কাজ আর হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর যখন আমি শুটিং শুরু করলাম, তখন আর বৃষ্টি থেমে গেল। বিষয়টা এখনও মনে আছে।’

কনটেন্টটি কোথায় মুক্তি পাবে জানতে চাইলে নিউজবাংলাকে পরিচালক রায়হান রাফি বলেন, ‘এটি ঈদ উপলক্ষ্যে আমাদের উপহার। আমরা একটা বছর এটা আটকে রেখেছিলাম। এটা দর্শকরা অনলাইনে দেকতে পাবেন। কোনো অ্যাপে এটি যাচ্ছে না।’

টিজারে একটি গান ব্যবহার করা হয়েছে। এইডা কপাল কনটেন্টের মৌলিক গান এটি। নাভেদ পারভেজের সংগীতে এর র‌্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন র‌্যাপস্টা সিএফডি।

এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, হারুনুর রশিদ, ফরহাদ লিমন, সাইমা।

এ বিভাগের আরো খবর