হল মালিক ও সিনেমার প্রযোজকরা সিনেমা মুক্তি নিয়ে সংশয়ে থাকলেও ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মগুলো সংশয়ে নেই মোটেও। ঈদে কিছু কনটেন্ট মুক্তি দেয়ার জন্য প্রস্তুত তারা।
ঈদকে কেন্দ্র ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশ কিছু কনটেন্ট নিয়ে আসছেন। যার সংখ্যা নেহয়েত কম নয়। দেশি-বিদেশি প্ল্যাটফর্ম মিলে মোট ১১টি কনটেন্ট প্রকাশ পাবে ঈদুল ফিতরের আগে ও পরের সময়ে।
দেশের ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিক। এই প্ল্যাটফর্মে থেকে পেতে যাচ্ছে ডার্ক রুম ও বিলাপ নামের দুটি কনটেন্ট। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেম্যাটিকের পরিচালক তামজিদ অতুল।
ডার্ক রুম নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল ও বিলাপ নির্মাণ করেছেন সানি সানোয়ার।
ডার্ক রুম ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরী, তারিন ও বাঁধনকে নিয়ে এক প্যারাসাইকলজিক্যাল থ্রিলার বা কনজুগাল ফ্যান্টাসি নির্মাণ করেছেন দোদুল।
অন্যদিকে ঢাকা অ্যাটাক ও মিশন এক্সট্রিমের কাহিনি ও চিত্রনাট্যকার সানী সানোয়ারের গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ বিলাপ। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে নারী-পুরুষ ও শিশু। একইসঙ্গে ঘটতে থাকে খুনের ঘটনা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে বিলাপ।
ঈদে বঙ্গবিডিতে মুক্তি পাবে সাতটি সাহিত্য নির্ভর কনটেন্ট। ছবি: নিউজবাংলা
এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট নিয়ে আসছে বঙ্গবিডি। সাহিত্য থেকে কনটেন্ট নির্মাণ করেছে প্ল্যাটফর্মটি। তারা এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’।
যে কনটেন্টগুলো প্রকাশ পাবে সেগুলো হলো- শহরে টুকরো রোদ, মরণোত্তম, চরের মাস্টার, আলিবাবা ও চালিচার, পাসওয়ার্ড, হাকুল্লা, লাবনী।
বঙ্গবিডির ডেপুটি হেড অফ কনটেন্ট ভাস্কর আবেদীন নিউজবাংলাকে বলেন, ‘এই সাতটি কনটেন্ট আগে টিভিতে প্রিমিয়ার হবে। তার পরপরই দর্শকরা সেটি ওয়েব প্ল্যাটফর্মে দেখতে পাবেন।’
‘ওসি-হতনামা’ ও ‘রঙিলা কিতাব’ অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানান তিনি।
নতুন হলেও আলোচিত ওয়েব প্ল্যাটফর্ম বিঞ্জ। এই প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ক্রাইম থিলার বরফ কলের গল্প। সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী। ধারণা করা হচ্ছে এরশাদ শিকদারের চরিত্রের ছাঁয়া আছে এই গল্পে।
দেশে এখন কাজ করছে বেশ কটি দেশি-বিদেশি ওয়েব প্ল্যাটফর্ম। ছবি: নিউজবাংলা
মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। তার চরিত্রের নাম নওশাদ। এর আগে তিনি নিউজবাংলাকে জানিয়েছিলেন, ‘আমাদের পক্ষ থেকে এমন কিছু বলা হচ্ছে না। তবে সেই চরিত্রের সঙ্গে নওশাদ চরিত্রটির মিল পাওয়া যেতে পারে। আমরা অনেক কিছুই রূপক অর্থে বোঝানোর চেষ্টা করছি।’
সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। সেখোনে দেখা গেছে ঈদ উপলক্ষ্যে সিরিজটি মুক্তি দিচ্ছে তারা।
লন্ডন ব্রডকাস্ট করপোরেশনের (এলবিসি) আওতায় বাংলাদেশে কাজ করছে আড্ডা টাইমস ও ইরোজ নাও। এই দুটি প্ল্যাটফর্মের মধ্যে থেকে ইরোজ নাওতে মুক্তি পাবে সিক্স নামের একটি ওয়েব সিরিজ।
এলবিসি এর মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার সুজয় কে. শর্মা নিউজবাংলাকে বলেন, ‘আমরা ঈদ উপলক্ষ্যে ইরোজ নাওতে সিক্স সিরিজটি মুক্তি দিচ্ছি। তবে এটি ঈদের দুই-তিনদিন পর মুক্তি পাবে।’
এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে কাজ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের সিরিজে আরও অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী। সিরিজটি নির্মাণ করছেন তানিম পারভেজ।
ইরোজ নাওতে ঈদের পর মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘সিক্স’। ছবি: সংগৃহীত
এছাড়া রায়হান রাফি পরিচালিত দ্য ডার্ক সাইড অব ঢাকা ওয়েব সিনেমাটি আই থিয়েটারে মুক্তি পাবে। তবে পরিচালক জানান ঈদের সপ্তম বা নবম দিন এটি মুক্তি দেয়া হবে।
দেশে এখন জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হয়ে উঠেছে হইচই। তবে ঈদ উপলক্ষে প্ল্যাটফর্মটি থেকো কোনো কনটেন্ট আসছে না বলে জানিয়েছেন অ্যাপটির বাংলাদেশের ডিরেক্টর শাকিব আর. খান। এছাড়াও আড্ডা টাইমস, জি-ফাইভ ও বায়োস্কোপে ঈদ উপলক্ষে কনটেন্ট মুক্তি পাচ্ছে না।
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। মুক্তি না পাওয়ার সম্ভাবনাই বেশি। হল মালিকরা চাইলেও প্রযোজকরা আর্থিক ক্ষতির শংকায় সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না।
তবে হল খোলা রাখা নিয়ে কোনো বিধি-নিষেধ দেয়নি সরকার। চাইলে স্বাস্থবিধি মেনে সিনেমা হল পরিচালনা করা যেতে পারে।
সব মিলিয়ে যদি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না পায়, তাহলে ওয়েব প্ল্যাটফর্মের এই বিচিত্র রকমের গল্পের কনটেন্টগুলো ব্যাপকভাবে টানতে পারে দর্শকদের।