বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাম্পত্য কামনার অবাক করা গল্প ‘ডার্ক রুম’

  •    
  • ৬ মে, ২০২১ ১৩:৫৪

ট্রেলারে অভিনেত্রী বাঁধনকে দেখা গেছে আবেদনময়ী রূপে। তার চরিত্রটি ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক বলেন, ‘ডার্ক রুম একটি কনজুগাল ফ্যান্টাসির গল্পও বলবে।

ঈদের ওয়েব ফিল্ম ডার্ক রুম। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে অনলাইনে। নানা প্রশ্নের জন্ম দিয়েছে এর ট্রেলার। সাপলুডু খ্যাত পরিচালক গোলাম সোহরাব দোদুল পরিচালিত ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তারিন, বাঁধন, চঞ্চল চৌধুরীসহ অনেকে।

বরাবরের মতো চঞ্চল চৌধুরীর চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। চারটি চরিত্রে দেখা গেছে তাকে। চরিত্রগুলোর রহস্যের জট খুলে দিলে আসলে গল্পটাই বলে দেয়া হবে, তাই সেই বর্ণনায় যাননি পরিচালক।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘ডার্ক রুম ওয়েব সিনেমাটি একটি প্যারাসাইকলজিক্যাল থ্রিলার। এখানে ক্রাইম আছে আবার ভাবনার জগতের নানান স্তরের চিত্ররূপও আছে।’

পরিচালক আরও জানান, ‘সিনেমার নাম ডার্ক রুম। এখানে চিন্তার ডার্ক ব্যাপারটাও যেমন আছে আবার ডার্ক রুমে যেমন নেগেটিভ থেকে ছবি পজিটিভ বা পরিস্কার হয়, সেই ব্যাপারটাও আছে।’

ট্রেলারে অভিনেত্রী বাঁধনকে দেখা গেছে আবেদনময়ী রূপে। তার চরিত্রটি ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক বলেন, ‘ডার্ক রুম একটি কনজুগাল ফ্যান্টাসির গল্পও বলবে।

ডার্ক রুম ওয়েব কনটেন্টের দৃশ্যে তারিন ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

‘কল্পনাতে একজন নারী-পুরুষ তার সঙ্গীকে নানা ভাবে ভাবতে পারেন। অনেক সময় ভাবনার সঙ্গে বাস্তবের মিল পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না। এমন কিছু বিষয় আছে ডার্ক রুমে। এর বেশি এখন আর কিছু বলতে চাই না।’

ট্রেলারের পুরোটা অংশ জুরেই চঞ্চলের কণ্ঠে কিছু কথা রয়েছে। অস্পষ্ট সেসব বাক্যে এক শিকারী শরীরের কথা পরিচালক বলতে চেয়েছেন বলে মনে হতে পারে। সেই ধারণা আরও প্রকট করে দেয় তারিনের কণ্ঠের একটি সংলাপ। তিনি বলেন, ‘আপনারা পুরুষরা যাকে পান না তাকেই কামনা করেন।’

ডার্করুম ওয়েব কনটেন্টে চার ধরনের লুকে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

এমন সংলাপ আসলে গল্পকে কীভাবে ব্যাখ্যা করে, তা হয়তো আড়াই মিনিটের ট্রেলার দেখে বোঝা যাচ্ছে না। পুরো সিনেমাটি দেখতে অপেক্ষা করতে হবে ঈদের আগের দিন পর্যন্ত।

ডার্ক রুম কনটেন্টটি ঈদের আগের দিন প্রকাশ পাবে সিনেম্যাটিক অ্যাপে। এছাড়া ঈদের চতুর্থদিন এটি প্রিমিয়ার হবে বাংলাভিশনে।

এ বিভাগের আরো খবর