বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নগরীর নটী’ বলায় কড়া জবাব শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীর

  •    
  • ৫ মে, ২০২১ ২১:৩৬

তথাগতের এই টুইটের জবাবে সেদিন রাতেই পাল্টা প্রশ্ন ছোড়েন শ্রাবন্তী। বলেন, ‘আপনার কাছে কী প্রমাণ আছে, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি বা কেলি করেছি! যদি থাকে, তা হলে প্রমাণ দিয়ে তবেই কথা বলুন।’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টালিউডের অভিনেত্রী ও বিজেপির প্রার্থী পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপ্যাধায় ও তনুশ্রী চক্রবর্তীদের ‘নগরীর নটী’ বলে টুইটে মন্তব্য করা বিজেপি নেতা তথাগত রায়কে কড়া জবাব দিলেন এই তিন অভিনেত্রী।

মঙ্গলবার তথাগত রায় টুইটে এও বলেন যে, ‘নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন’ এই তিন অভিনেত্রী।

তথাগতের এই টুইটের জবাবে সেদিন রাতেই পাল্টা প্রশ্ন ছোড়েন শ্রাবন্তী। বলেন, ‘আপনার কাছে কী প্রমাণ আছে, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি বা কেলি করেছি! যদি থাকে, তা হলে প্রমাণ দিয়ে তবেই কথা বলুন।’

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সেই প্রতিক্রিয়ায় শ্রাবন্তী আরও বলেন, ‘উনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে আছেন। তার কথা শুনেছি। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে তার বিষয়টি জেনে নেয়া উচিত ছিল।’

তথাগত রায়ের ওই টুইটের পর থেকে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

বিষয়টি নিয়ে বুধবার দুপুরে পরপর দুইটি টুইট করে তথাগত রায়ের কটূক্তির তীব্র নিন্দা জানান পরাজিত বিজেপি প্রার্থী ও অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তী। ছবি: সংগৃহীত

তনুশ্রী লেখেন, ‘আত্মসম্মান সচেতন নারী হিসাবে আমি এই টুইট লিখছি। গতকাল নারীদের নিয়ে একটি অসংবেদনশীল মন্তব্য করা হয়েছে। প্রয়াত সুষমাজি, স্মৃতিজির মতো মহান নেত্রীও এই বিজেপি পরিবারে ছিলেন বা আছেন। এই ধরনের মন্তব্য মেয়েদের জন্য অসম্মানজনক, যারা আজীবন সম্মান নিয়ে কাজ করেছে।’

তিনি আরও লেখেন, ‘পাবলিক প্ল্যাটফর্মে তথাগত রায়ের এই ধরনের মন্তব্য আমাদের তিনজনকে শুধু অপমানিতই করেনি, আহতও করেছে। পার্টির সদস্য হিসাবে আমি গুরুত্বসহকারে এই বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করব। আমি সব সময় বিশ্বাস করে এসেছি এবং এখনও পার্টি শৃঙ্খলায় বিশ্বাস করি।’

তবে তথাগতের সেই টুইটের প্রতিবাদে খুব বিনীতভাবে জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার।

তিনি লেখেন, ‘অভিনয় পেশা হলেও রাজনীতি আমার নেশা। তাই বিজেপির হাত ধরে রাজনীতিতে আসা। কেউ জন্মেই রাজনীতিবিদ হয়ে যান না! আপনিও হননি। নেশার টানেই এই পথ বেছে নিয়েছি। আর বিজেপির শীর্ষস্থানীয়রা সেটা বুঝেছিলেন বলেই আমার ওপর তারা ভরসা রেখেছেন। তা ছাড়া বেহালা পূর্বের বাসিন্দাদের পাশে দাঁড়াতে আমি আমার যথাসাধ্য চেষ্টাও করেছি।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘ফলাফল হয়তো আমাদের সমর্থনে আসেনি। তবে মোদীজি, কৈলাসজি, শুভেন্দুদা, অমিত শাহজি এবং দিলীপদাদের দেখানো পথে আমরা অনেক পরিশ্রম করেছি। এটা আপনার কাছে বোকা-বোকা মনে হতে পারে কিন্তু আপনার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই ধরনের টুইটই আপনার প্রকৃত ক্লাস বুঝিয়ে দেয়।’

মঙ্গলবার এক টুইটবার্তায় তথাগত লেখেন, ‘‘পায়েল, শ্রাবন্তী, পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন)। তাদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’’

তথাগত রায়ের টুইট। ছবি: সংগৃহীত

তবে পরে সেই টুইটের একটি নাম সংশোধন করে দেন তথাগত। সেখানে তিনি লেখেন, ‘সংশোধন: মদন মিত্রর সঙ্গে সেলফি তুলেছিলেন পার্নো মিত্র নয়, তনুশ্রী চক্রবর্তী।’

রাজনীতিতে পোড় খাওয়া এই বিজেপি নেতার মন্তব্য নিয়ে আগেও বিতর্ক হয়েছে। বিরোধীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে আগেও অনেকবার সমালোচিত হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও বিজেপি নেতাদের তরফে জানানো হয়েছে, এটা তথাগতর নিজের বক্তব্য। দলের মন্তব্য নয়।

ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল ছিলেন তথাগত। বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে টিকিট না দিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষকে টিকিট দেয় দল। এ নিয়েও সে সময়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

এ বিভাগের আরো খবর